China Pneumonia: চিনে অজানা নিউমোনিয়া আরও ভয়াবহ হয়ে মহামারীর আশঙ্কা! রিপোর্ট চাইল হু
ফের কি করোনার মত কোনও ভয়াবহ রোগের শুরু হল? চিনে অজানা নিউমোনিয়ায় আতঙ্ক বাড়ার পর ফিরছে কোভিডের স্মৃতি।
ফের কি করোনার মত কোনও ভয়াবহ রোগের শুরু হল? চিনে অজানা নিউমোনিয়ায় আতঙ্ক বাড়ার পর ফিরছে কোভিডের স্মৃতি। ড্রাগনের দেশের হাজার হাজার মানুষ অজানা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে আসছেন। কিন্তু এত রোগীর জন্য হাসপাতালে জায়গা কোথায়? তবে এত বড় রোগের পরও চিনা প্রশাসন পুরো চুপ। করোনার আতঙ্ক প্রথমে চিন চেপে যাওয়ার কারণেই গোটা দুনিয়ার এই অবস্থা হয়েছিল, বলে অভিযোগ তুলেছিল অনেকে।
অজানা নিউমোনিয়া নিয়ে তাই চিনের কাছে তড়িঘড়ি রিপোর্ট চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এমনও শোনা যাচ্ছে চিনের অজানা নিউমোনিয়া পরিস্থিতি দেখতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে হু।
দেখুন ভিডিয়ো
সবার একটাই আশঙ্কা, চিন বড় কিছু চেপে যাচ্ছে না তো? ২০১২ সালের ডিসেম্বরে চিনেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। তারপর সেটা ধীরে ধীরে গোটা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছিল।