Muhammad Yunus: টাইমের বিশ্বের সেরা প্রভাবশালী ১০০ তালিকায় মহম্মদ ইউনুস, নেই কোনও ভারতীয়
চলতি বছর টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের ১০০ জন প্রভাবশালী তালিকায় জাগয়া পেলেন বাংলাদেশের তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেল জয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus)।
TIME's Most Influential Leaders List: চলতি বছর টাইম ম্যাগাজিনের (Time Magazine) বিচারে বিশ্বের ১০০ জন প্রভাবশালী তালিকায় জাগয়া পেলেন বাংলাদেশের তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেল জয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। তবে এই সেরা ১০০-র তালিকায় থাকল চলতি বছর না কোনও ভারতীয়র নাম। গত বছর,মানে ২০২৪ সালে টাইম ম্যাগিজানের বিশ্বের প্রভাবশালী একশোর তালিকায় নাম ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, আন্দোলনরত অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিকের নাম।
তালিকায় আছেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা সিইও
প্রসঙ্গত, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকাকে তিনভাগে ভাগ করা হয়- ১) লিডার্স, ২) আইকন ও ৩) টাইটান্স। তবে টাইমনে 'লির্ডাস'-এর সেরা একশোর তালিকায় থাকল ভারতীয় বংশোদ্ভূত সিইও রেশমা কেওয়ালরামনি-র নাম। ১১ বছর বয়েসে তিনি ভারত থেকে আমেরিকায় আসেন। এবং পরবর্তীকালে ইউএস বায়োটেকনজি কোম্পানি ভারটেক্স ফার্মাসুটিকালস-এর সিইও হন।
টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০-র তালিকা
Today @TIME reveals the 2025 TIME100 list of the 100 Most Influential People in the World! The highly anticipated issue of @TIME features five covers accompanied by in-depth interviews with @justdemi, @SnoopDogg, @serenawilliams, @edsheeran, and @demishassabis.
কারা কারা আছেন এই তালিকায়
টাইমস ম্যাগাজিনের দুনিয়ার প্রভাবশালী তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, দুনিয়ার ধনীতম ব্ক্তি ইলন মাস্কের নাম। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, বিখ্যাত গায়ক ইডি শেরান, অস্কারে মমোমনিত অভিনেত্রী ড্যামি মুর ও পপ গায়ক স্নুপ ডগ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)