Monkeypox: রেভ পার্টিতে 'অস্বাভাবিক যৌনচার' থেকে ছড়াতে পারে মাঙ্কিপক্স, সতর্কতা বিশেষজ্ঞদের
অস্বাভাবিক যৌনচারের পাশাপাশি সংক্রমিতর সংস্পর্শে এলেও, মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা। মাঙ্কিপক্সে আক্রান্তের পোশাক বা বিছানার চাদর ব্যবহার করলে, তাঁর লালরসের সংস্পর্শে এলেও মাঙ্কিপক্সে সংক্রমণের সম্ভাবনা থাকছে বলে সতর্কতা জারি করা হয়েছে বিশেষজ্ঞদের তরফে।
দিল্লি, ২৪ মে: মাঙ্কিপক্স (Monkeypox) কীভাবে ছড়াচ্ছে? পশ্চিম এবং মধ্য আফ্রিকা (Africa) থেকে কেন মাঙ্কিপক্স হানা দিচ্ছে ইউরোপে (Europe) ? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। বিশেষজ্ঞদের কথায়, 'অস্বাভাবিক যৌনচার' হলে, তাঁকদের মধ্যে মাঙ্কিপক্স সংক্রমণের সম্ভাবনা বেশি। অর্থাৎ এ ক্ষেত্রে সমকামী পুরুষদের সাবধানতা অবলম্বন বেশি করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমকামীদের পাশাপাশি উভকামীদেরও মাঙ্কিপক্স সংক্রমণের সম্ভাবনা থাকছে বলে জানান বিশেষজ্ঞরা। এসবের পাশাপাশি রেভ পার্টিগুলিতে অস্বাভাবিক যৌনচার হলে, সেখান থেকেও মাঙ্কিপক্সের সংক্রমণের সম্ভাবনা থাকছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অস্বাভাবিক যৌনচারের পাশাপাশি সংক্রমিতর সংস্পর্শে এলেও, মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা। মাঙ্কিপক্সে আক্রান্তের পোশাক বা বিছানার চাদর ব্যবহার করলে, তাঁর লালরসের সংস্পর্শে এলেও মাঙ্কিপক্সে সংক্রমণের সম্ভাবনা থাকছে বলে সতর্কতা জারি করা হয়েছে বিশেষজ্ঞদের তরফে।
আরও পড়ুন: Monkeypox: ইউরোপো হু হু করে বাড়ছে মাঙ্কিপক্স, সংক্রমণ ১০০ পার করতেই জরুরি বৈঠক হু-এর
ফলে মাঙ্কিপক্সের সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে বিশেষজ্ঞগদের তরফে জানানো হয়েছে।