Michel Barnier Appointed As New French PM: ইউরোপীয়ান ইউনিয়নের-এর প্রাক্তন ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার হলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার মিশেল বার্নিয়ারকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বার্নিয়ারকে দেশ ও ফ্রান্সের সেবা করার জন্য একটি জোট সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

Michel Barnier next French PM Photo Credit: X

প্রাক্তন ব্রেক্সিট আলোচক ৭০ বছরের বার্নিয়ার ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত  ইউরোপীয়ান ইউনিয়ন(EU) এবং ব্রিটেনের মধ্যে ব্রেক্সিট নিয়ে আলোচনা করেছিলেন।দুই মাস আগে অনুষ্ঠিত ফ্রান্সের নির্বাচনের পর এতদিনে প্রধানমন্ত্রী পদে নিয়োগ সম্পূর্ন হয়েছে। বার্নিয়ার এর আগে ফরাসী সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে ইউরোপীয় ইউনিয়নের কমিশনারও ছিলেন।

বার্নিয়ার ১৯৫১ সালের ৯ জুন জন্মগ্রহণ করেন। তিনি ফরাসি রক্ষণশীল দল লেস রিপাবলিকান (LR) এর নেতা। ২৭ বছর বয়সে, তিনি সোওয়াই জেলা থেকে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হন।

ফরাসি সরকারে মিশেল বার্নিয়ারের মেয়াদ-

১৯৯৩-৯৫ঃপরিবেশ মন্ত্রী

১৯৯৫-৯৭ঃ ইউরোপীয় বিষয়ক মন্ত্রী

২০০৪-২০০৫ঃ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

২০০৯-২০১০ঃ ফ্রান্সের কৃষিমন্ত্রী

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিশেল বার্নিয়ার-এর নিয়োগ-