Loksabha Election 2024: 'মে থেকে জুনের মধ্যে ভারতে যাবেন না', নাগরিকদের জানাল কানাডা সরকার
০২৪ সালের মে থেকে জুন মাস পর্যন্ত কানাডিয়ানরা যাতে ভারতে বেড়াতে না আসেন, সে বিষয়ে জাাস্টিন ট্রুডো সরকারের তরফে সে দেশের নাগরিকদের জানানো হয়েছে।
দিল্লি, ১৮ এপ্রিল: লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। মোট ৮ দফায় হবে এবারের লোকসভা নির্বাচনের ভোট। ৮ দফা নির্বাচনের পর আগামী ৪ জুন বেরবে ভোটের ফলাফল। নির্বাচনের এই সময়ে যাতে নাগরিকরা ভারতে বেড়াতে না আসেন, সে বিষয়ে উপদেশ দিল কানাডা (Canada) সরকার। ২০২৪ সালের মে থেকে জুন মাস পর্যন্ত কানাডিয়ানরা যাতে ভারতে বেড়াতে না আসেন, সে বিষয়ে জাাস্টিন ট্রুডো সরকারের তরফে সে দেশের নাগরিকদের জানানো হয়েছে। নির্বাচনের সময় যে কোনও মুহূর্তে ভারতে (India) জঙ্গি হানা হতে পারে বলে দাবি কানাডা সরকারের। ফলে কোনও কানাডিয়ান যাতে বিপদে না পড়েন, সে বিষয়ে সওয়াল করা হয় ট্রুডো সরকারের তরফে।
আরও পড়ুন: India-Canada Row: দিল্লির 'নির্দেশ', ভারত থেকে কূটনীতিকদের সরানোর কাজ শুরু করেছে কানাডা
বেঙ্গালুরু, চন্ডিগড়, মুম্বইয়ের মত শহরগুলোয় যাতে নির্বাচনের সময় কোনও কানাডিয়ান না আসেন, খুব প্রয়োজন না হলে, সে বিষয়ে জানায় কানাডা সরকার। পাশাপাশি কোনও কানাডিয়ান ভারতে থেকে বিপদ আঁচ করলে, দিল্লিতে যে কানাডার দূতাবাস রয়েছে, সেখানে যোগাযোগ করেন, সে বিষয়েও দেওয়া হয়েছে নির্দেশ। সেই সঙ্গে ওট্টাওয়ার এমার্জেন্সি সেন্টারের সঙ্গেও সে দেশের মানুষ যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়।