Beirut Blast: বেইরুট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০০, আহত প্রায় ৭০০০

৪ অগস্ট বেইরুটের বন্দর এলাকায় পরপর দু'টি বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০। আহতের সংখ্যা প্রায় ৭,০০০। লেবাননের গভর্নর মারওয়ান আব্বুদ সোমবার এই ঘোষণা করেন। এখনও নিখোঁজ বহু। ২০০৫ সালে খুন হওয়া লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় বিচারের রায় ঘোষণার ঠিক আগেই ঘটে এই বিস্ফোরণ। অনেকের মনে হয়েছে, মঙ্গলবার রাতের বিস্ফোরণের সঙ্গে ওই ঘটনার সম্পর্ক রয়েছ।

বেইরুটে বিস্ফোরণ (Photo Credits: Twitter)

বেইরুট, ১০ অগস্ট: ৪ অগস্ট বেইরুটের বন্দর (Beirut Blast) এলাকায় পরপর দু'টি বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০। আহতের সংখ্যা প্রায় ৭,০০০। লেবাননের (Lebanon) গভর্নর মারওয়ান আব্বুদ সোমবার এই ঘোষণা করেন। এখনও নিখোঁজ বহু। ২০০৫ সালে খুন হওয়া লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় বিচারের রায় ঘোষণার ঠিক আগেই ঘটে এই বিস্ফোরণ। অনেকের মনে হয়েছে, মঙ্গলবার রাতের বিস্ফোরণের সঙ্গে ওই ঘটনার সম্পর্ক রয়েছ।

যদিও লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী এমন কোনও সম্ভাবনার কথা জানাননি। বন্দর এলাকার একটি গুদামে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত থাকায় সেখান থেকেই বিস্ফোরণ এই বিস্ফোরণ ঘটেছে বলে জানান হয়েছে। আকাশের দিকে ঘন ধোঁয়ার কুণ্ডলি দেখে বোঝা যায় সেদিন পর পর দুটি বিস্ফোরণ হয়েছে। আরও পড়ুন, আয়ার্ল্যান্ডের ফেসবুক কর্মীর উদ্যোগ, দিল্লি ও মুম্বই পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন যুবক

বেইরুট সমুদ্র বন্দরের আশেপাশের কোনও এলাকায় বিস্ফোরণটি ঘটলেও এর অভিঘাত ছড়িয়েছিল বহুদূর। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ঘরবাড়ির কাচ ভেঙে যায়। আশপাশের সমস্ত দোকান ধ্বংস হয়ে যায়। বিভিন্ন ছবি ও ভিডিওয় দেখা যায় রক্তাক্ত অবস্থায় ছুটছেন মানুষজন। বাচ্চারাও আছে। গোটা এলাকায় অসংখ্য গাড়ি দগ্ধ হয়ে যায়। রাস্তাজুড়ে ধ্বংসের চিহ্ন। অ্যাম্বুল্যান্স ছুটোছুটি করতে থাকে ঘটনার পরেই। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী।



@endif