Kuwait Emir Died: কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ প্রয়াত
কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর ৮৬ বছর বয়স হয়েছিল।
কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর ৮৬ বছর বয়স হয়েছিল। তিন বছর আগে তিনি কুয়েতের আমির বা প্রধান পদে বসেন। ২০২০ সালে আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তাঁর সৎভাই শেখ নওয়াফ আল আহমেদ। তাঁর মৃত্য়ুতে কুয়েত সহ আরব দুনিয়ার বিভিন্ন দেশে শোকের ছায়া। কুয়েতে রাষ্ট্রীয় শোক ঘোষণা কার হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কুয়েতের আমিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
গত তিন বছরে আমির শেখ নওয়াফ আল আহমেদে আমলা কুয়েত আরব দুনিয়ার বাইরে নিজেদের ছাপ রাখার চেষ্টা করেন। তাঁর সময়কালে চিরচারিত ধারনার বাইরে বেরিয়ে এসে ভাবনার চেষ্টা করে। তবে অনেকেই বলেন শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর শূন্যস্থান তিনি সেভাবে পূরণ করতে পারেননি।
দেখুন খবরটি
কুয়েতে আল-সাবাহ পরিবারের বয়স্ক শাসকদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। যদিও আরব বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় কুয়েতে রাজনীতি অনেক প্রাণবন্ত। সাবাহ পরিবার সরকার ও নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে, এবং রাজনৈতিক বিষয়ে আমিরের মতই শেষ কথা।