Kim Jong Un: বিরোধিতা করায় জেনারেলকে পিরানহা ভর্তি ট্যাঙ্কে ফেলে হত্যা করলেন কিম

২০১১ সালে ক্ষমতা বসার পর থেকে এখনও পর্যন্ত ১৬ জন গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকে হত্যা করলেন কিম জং উন। 

Kim Jong Un (Photo Credit: Instagram)

মুম্বই: উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন (Kim Jong Un) এক জেনারেলকে মানুষখেকো পিরানহা (Piranha) ভর্তি মাছের ট্যাঙ্কে ফেলে হত্যা করেছেন। ওই ব্যক্তির কোনও পরিচয় প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’ সূত্রে জানা গিয়েছে, কিমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ওই সেনাকর্তাকে (General) হিংস্র পিরানহা ভরা ট্যাঙ্কে  ছুঁড়ে ফেলে হত্যা করলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কিমের রিংয়সিয়ং প্রাসাদের ভেতরে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে ব্রাজিল থেকে আমদানী করা কয়েকশো পিরানহা মাছ। খবরে প্রকাশ, ওই জেনারেলকে ট্যাঙ্কে ফেলার আগে তাঁর শরীর ছুরি দিয়ে কেটে হিংস্র পিরানহার মুখে ছুড়ে দেওয়া হয়। রিপোর্ট অনুসারে, ঠিক কী কারণে জেনারেলের মৃত্যু হয়েছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আরও পড়ুন: Israel-Hamas War: ইজরায়েল-হামাস যুদ্ধে বাড়ছে ঘৃণা, আমরিকায় ৬ বছরের শিশুকে খুন বৃদ্ধ বাড়িওয়ালার

উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতা আসার পর থেকে কিম ১৬ জন গুরুত্বপূর্ণ আধিকারিকে হত্যা করেছেন। ২০১৯ সালেও একইভাবে এক জেনারেলকে মৃত্যুদণ্ড দেন কিম জং উন ।

১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল জেমস বন্ড সিরিজের ছবি, দ্যা স্পাই হু লাভড মি। সেখানে ভিলেন কার্ল স্টর্মবার্গ বিপক্ষকে খুন করতে হাঙর ভর্তি অ্যাকোয়েরিয়মে ছুড়ে ফেলে। সেখান থেকেই নাকি ওই আইডিয়া পেয়েছেন কিম।