Kanwal Aftab: গোপন ভিডিয়ো ফাঁস হওয়া কানওয়াল আফতাব কে? কী ছিল তাঁর এক্স রেটেড ভিডিয়োতে?
পাকিস্তানি টিকটক তারকা কানওয়াল আফতাবের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। আফতাবের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিয়ো ফাঁস হয়েছে, যা এক কথায় ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
নভেম্ভর ছিল পাকিস্তানি টিকটক তারকাদের জন্যে এক দুর্বিষহ মাস। গোটা মাস জুড়ে একের পর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস হয়েছে। মিনাহিল মালিক (Minahil Malik), ইমশা রহমান (Imsha Rehman), মাথিরা খানের (Mathira Khan) পর এবার টিকটক তারকা কানওয়াল আফতাবের (Kanwal Aftab) অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। আফতাবের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিয়ো ফাঁস হয়েছে, যা এক কথায় ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
গোপন ভিডিয়ো ফাঁস হওয়া কানওয়াল আফতাব কে? কী ছিল তাঁর এক্স রেটেড ভিডিয়োতে?
বছর ২৬-এর কানওয়াল আফতাব পাকিস্তানের অন্যতম সুপরিচিত মুখ। টিকটক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। স্বামী জুলকারনাইন সিকান্দার এবং একরত্তি মেয়ে আইজলের সঙ্গে রোজকার জীবনযাত্রার বিভিন্ন মুহূর্ত কনটেন্ট আকারে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর চার মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে।
আফতাবের জীবনযাত্রা, ফ্যাশন নানা কিছু বিষয়বস্তু নিয়ে তৈরি ভিডিয়ো দর্শকদের সঙ্গে তাঁর সম্পর্ক আরও নিবিড় করে তুলেছে। তবে সম্প্রতি নেটপাড়ায় ইনফ্লুয়েন্সারের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ফাঁস হতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। একদল নেটাগরিক আফতাবের নিন্দা, কটাক্ষে মুখোরিত হলেও আর এক দল পাশে দাঁড়িয়েছে তারকার। যে কোন ব্যক্তিরই এই ধরণের গোপন এবং ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস হওয়া মানে সমাজে তাঁর ভাবমূর্তি নষ্ট হওয়া বলেই মনে করছেন তাঁরা। তাঁদের মতে এই ধরণের ঘটনা সামাজিক এবং নৈতিকভাবে ব্যাপক উদ্বেগের কারণ। পরিস্থিতি ক্রমশ ডিজিটাল গোপনীয়তা সংকটের দিকে এগোচ্ছে। তবে কানওয়াল আফতাবের ফাঁস হাওয়া গোপন ভিডিয়োর সত্যতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
দিন কয়েক আগেই পাকিস্তানি টিকটকার ইমশা রহমানের (Imsha Rehman Leaked Video) গোপন মুহূর্তের ভিডিয়ো ফাঁস হয়েছিল। নেটপাড়ায় তাঁকে ঘিরে নিন্দার তুমুল ঝড়ের মাঝে পড়ে নিজের সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করে দিয়েছিলেন তিনি। এই ধরণের ঘটনা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের উপরেই মানসিক ক্ষত সৃষ্টি করে।