IPL Auction 2025 Live

COVID-19 Vaccine Update: অসুস্থ স্বেচ্ছাসেবক, কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়াল স্থগিত রাখল জনসন অ্যান্ড জনসন

করোনা প্রতিষেধকে ফের বাধা। এক স্বেচ্ছাসেবকের শরীরে অজানা অসুস্থতা দেখা দেওয়ার কারণে কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়াল স্থগিত রাখা হয়। যদিও এই বিষয়ে বিশেষ কিছু খোলসা করে বলেনি জনসন অ্যান্ড জনসন। তারা ৬০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর "জ্যানসেন" ভ্যাকসিনের ট্রায়াল প্রক্রিয়া প্রয়োগ করছে। এমনকি নতুন স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়েছিল, তাও বন্ধ রাখা হয়েছে।

জনসন অ্যান্ড জনসন (photo credits: File Image)

ওয়াশিংটন, ১৩ অক্টোবর: করোনা প্রতিষেধকে (Corona Vaccine) ফের বাধা। এক স্বেচ্ছাসেবকের শরীরে অজানা অসুস্থতা দেখা দেওয়ার কারণে কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়াল স্থগিত রাখা হয়। যদিও এই বিষয়ে বিশেষ কিছু খোলসা করে বলেনি জনসন অ্যান্ড জনসন (J&J)। তারা ৬০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর "জ্যানসেন" ভ্যাকসিনের ট্রায়াল প্রক্রিয়া প্রয়োগ করছে। এমনকি নতুন স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়েছিল, তাও বন্ধ রাখা হয়েছে।

ট্রায়ালের ওপর নজরদারির জন্যএই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য নতুন করে খতিয়ে দেখা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই স্বচ্ছাসেবকের অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ট্রায়াল প্রক্রিয়া স্থগিত করতে গবেষকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মতে, গবেষণায় এধরনের পরিস্থিতি তৈরি হতেই পারে। কারও মধ্যে দুর্বলতা, অসুস্থতা দেখা দিতে পারে। কোনও খারাপ ফলাফলও ঘটতে পারে। আরও পড়ুন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক, এমআরআই রিপোর্ট ঠিকই আছে

ওই স্বেচ্ছাসেবকের পরিচয় গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তাছাড়া, বিশদে কিছু জানানোর আগে অসুস্থতা সম্পর্কিত তথ্য যাচাই ও খতিয়ে দেখা হচ্ছে। যদিও, জনসন অ্যান্ড জনসন ছাড়াও সারা দেশ জুড়ে আরও একগুচ্ছ করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কয়েক মাস আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় তাদের ট্রায়ালও স্থগিত রাখা হয়েছিল। এরপর পুনরায় তা শুরু হয়।