Joe Biden: ফের করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জানাল হোয়াইট হাউস

২০২২ সালের জুলাই মাসে প্রথমবারের মতো কোভিডে আক্রান্ত হয়েছিলেন বাইডেন। ২ বছর পর ফের জুলাই মাসেই করোনা থাবা বসাল প্রেসিডেন্টের শরীরে।

জো বাইডেন (Photo Credits: X)

নয়াদিল্লিঃ ফের করোনা ভাইরাস(Corona Virus) থাবা বসাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) শরীরে। বুধবার, নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে (Las Vegas) নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর শরীরে করোনা সনাক্ত হয়। প্রেসিডেন্ট করোনার মৃদু উপসর্গে ভুগছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের (White House) তরফে। করোনা সনাক্ত হওয়ার পর প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ 'এয়ার ফোর্স ওয়ান'-এ চেপে ডেলাওয়ারের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। এদিন উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে সংবাদমাধ্যমকে হাত নেড়ে তিনি বলেন, ‘আমি ভাল আছি।’ এরপ সামাজিক মাধ্যম এক্স-এ নিজের অসুস্থতার কথা জানান ৮১ বছর বয়সী বাইডেন। তিনি লেখেন, "আমি কোভিড-১৯ পজিটিভ। তবে আমি ভালই আছি। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।" এখানেই শেষ নয়, পরে তিনি আরও যোগ করেন, "যতদিন না পুরোপুরি সেরে উঠছি ততদিন কোয়ারেন্টাইনে থাকব। তবে এই পুরো সময়টাকে কাজে লাগাব। আমেরিকাবাসীর জন্য কাজ করে যাব।" বাইডেনের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর রাইনোরিয়ার মতো সাধারণ কিছু শারীরিক সমস্যা রয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে প্রথমবারের মতো কোভিডে আক্রান্ত হয়েছিলেন বাইডেন। ২ বছর পর ফের জুলাই মাসেই করোনা থাবা বসাল প্রেসিডেন্টের শরীরে।



@endif