Joe Biden: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন, ডেমোক্র্যাটদের পদপ্রার্থী হিসেবে কার নাম সওয়াল করলেন?
দীর্ঘ লড়াইয়ের পর এভাবে বাইডেনের সরে দাঁড়ানোর খবরটা অনেক আমেরিকাবাসীই এখনও হজম করে উঠতে পারেননি। কেউ-কেউ বলছেন, বাইডেন সরে যাওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেতার পথ প্রশস্ত হল।
নয়াদিল্লিঃ জল্পনা চলছিলই, এ বার তা বাস্তব রূপ নিল। আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন (President Election) থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন (Joe Biden)। রবিবার বাইডেন জানান, তিনি আর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে লড়াই করবেন না। তাঁর জায়গায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Haris) নাম ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সওয়াল করেছেন বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে ভোটে লড়বেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রেসিডেন্ট হিসেবে বাকি সময়টুকু কাটাবেন। তিনি লেখেন, "আমার মনে হয় প্রেসিডেন্ট হিসেবে বাকি সময়টা নিজের কর্তব্যের উপর নজর দেব। সেটাই দেশ এবং পার্টির জন্য ভাল হবে।" প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ জানুয়ারি মাস পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকবেন বাইডেন। চলতি বছরের নভেম্বরেই মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। যার প্রচারও শুরু করে দিয়েছিলেন বাইডেন। তবে ফের করোনায় আক্রান্ত হয়ে বিছানা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শারীরিকভাবে এখনও সুস্থ নন। বর্তমানে ডেলাওয়ারের বিচহাউসে আইসোলেশনে রয়েছেন। তাঁর পরিবারও চাইছে না নির্বাচনে লড়ুক তিনি, এমনটাই আমেরিকান সংবাদমাধ্যম সূত্রে খবর। দীর্ঘ লড়াইয়ের পর এভাবে বাইডেনের সরে দাঁড়ানোর খবরটা অনেক আমেরিকাবাসীই এখনও হজম করে উঠতে পারেননি। কেউ-কেউ বলছেন, বাইডেন সরে যাওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেতার পথ প্রশস্ত হল।