Sehar Shinwari: 'বিশ্বকাপের মত কাশ্মীরও একদিন জিতে নেব', পাক অভিনেত্রীর বিতর্কিত মন্তব্যে কটাক্ষের বন্যা

Pakistani Actress Sehar Shinwari (Photo Credit: Twitter)

ইসলামাবাদ, ৯ নভেম্বর: টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। বাবররা টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছতেই ট্য়ুইট করেন পাকিস্তান অভিনেত্রী সেহর শিনওয়ারি (Sehar Shinwari)। সেহর বলেন, ''যেভাবে আজ বিশ্বকাপ জয় করেছি, সেইভাবে একদিন কাশ্মীরও জিতে নেব।'' পাক অভিনেত্রীর ওই ট্য়ুইটের পর থেকে একের পর এক কটাক্ষ ভেসে আসতে শুরু করে। সেহর শিনওয়ারি ভাবছেন, পাকিস্তান টি ২০ জিতে গিয়েছে।  এমন মন্তব্য করেন কেউ।  আবার কেউ বলতে শুরু করেন, পাকিস্তান আসুক কাশ্মীরে, গুলি কোথায় লাগে, দেখতে পাবে।  সবকিছু মিলিয়ে সেহর শিনওয়ারির কাশ্মীর মন্তব্য নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়।

প্রসঙ্গত এই প্রথম নয়।  এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে থেকেছেন সেহর।  কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সেহর।  আবার কখনও ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে করেছেন মশকরা।  এবার পাকিস্তান টি ২০ বিশ্বকাপের পাইনালে পৌঁছতেই নতুন একের পর এক ট্যুইট করতে শুরু করেন সেহর শিনওয়ারি।

 



@endif