Japan: জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ জাপানের, আসছে সরকারি ডেটিং অ্যাপ
এই সমস্যা মোকাবিলা করার জন্যই এই উদ্যোগ নেওয়া।" মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষকে বিবাহমুখী করার বিভিন্ন প্রকল্পের জন্য ইতিমধ্যেই ২০২৪ সালের বাজেটে ৩০০ মিলিয়ন ইয়েন বরাদ্দ করেছে জাপান সরকার। জাপানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইলন মাস্ক।
নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে জাপানে ( Japan) কমছে বিয়ে ও জন্মহার। যা ক্রমে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাপান সরকারের (Japan Government) কাছে। এ বার জনসংখ্যা (Birth Rate) সঙ্কট মোকাবিলায় নতুন উদ্যোগ নিতে চলেছে জাপান। আনা হচ্ছে সরকারি ডেটিং অ্যাপ। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, টোকিও একটি ডেটিং অ্যাপ (Dating App) বাজারে আনতে চলেছে। এই অ্যাপ ব্যবহারকারীদের প্রমাণ দিতে হবে যে তাঁরা অবিবাহিত। এবং তাঁদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া হবে যে তাঁরা বিয়ে করতে চান। শুধু তাই নয়, ব্যবহারকারীদের তাঁদের বার্ষিক আয়ের নথি পেশ করতে হবে। সবশেষে এই ডেটিং অ্যাপটি ব্যবহার করার আগে ব্যবহারকারীর একটি সাক্ষাৎকার পর্যন্ত নেওয়া হবে।
এই খবরটিও পড়ুনঃ মায়ের সঙ্গে বাজার করতে বেরিয়ে খুন ৩ বছরের শিশু, গ্রেফতার অভিযুক্ত
বিগত কয়েক দশক ধরে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ডেটিং অ্যাপ। এই অ্যাপগুলির মাধ্যমে ভালবাসার মানুষ এবং জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন অনেকেই। তাই এ বার দেশের এই সঙ্কট মেটাতে এই ধরনের ডেটিং অ্যাপের সাহায্য নিচ্ছে জাপান সরকার। এই বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, "জন্মহার হ্রাসের প্রবণতা আমাদের দেশ সবচেয় বড় একটি সঙ্কট হয়ে দাঁড়িয়েছে। ২০৭০ সালের মধ্যে জাপানের জনসংখ্যা ৩০ শতাংশ কমে ৮৭ মিলিয়নে নামবে বলে অনুমান। এই সমস্যা মোকাবিলা করার জন্যই এই উদ্যোগ নেওয়া।" মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষকে বিবাহমুখী করার বিভিন্ন প্রকল্পের জন্য ইতিমধ্যেই ২০২৪ সালের বাজেটে ৩০০ মিলিয়ন ইয়েন বরাদ্দ করেছে জাপান সরকার। জাপানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইলন মাস্ক।