Italy’s Death Toll From The Coronavirus Overtakes China: করোনার কাঁটায় মৃত্যুপুরী ইটালি, চিনকে ছাপিয়ে সেখানে মৃতের সংখ্যা ৩৪০৫

করোনাভাইরাসের (coronavirus epidemic) প্রাদুর্ভাব চিনে হলেও ভয়াবহতায় এগিয়ে গেল ইটালি। বৃহস্পতিবার পর্যন্ত ইতালিতে কোভিড ১৯-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪০৫। মোট ৪২৭ জনের মৃত্যু হয়েছে শুধু এদিনই। শুধু বুধবার ইটালিতে করোনায় মৃতের সংখ্যা ৪৭৫ জন। চিনে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩২৪৫ বলে জানা গেছে, যদিও সেই পরিসংখ্যান নিয়ে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক মহলের এক অংশ। উত্তর ইটালিতে করোনা প্রথম থাবা বসালেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গোটা দেশেই। গত ১২ মার্চ লকডাউন ঘোষণা করে সে দেশের সরকার। প্রথমে সেই লকডাউন ২৫ মার্চ পর্যন্ত থাকবে বলে ঘোষণা করা হলেও পরে তার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দেওয়া হয়।

(Photo Credits: IANS)

রোম, ২০ মার্চ: করোনাভাইরাসের (coronavirus epidemic) প্রাদুর্ভাব চিনে হলেও ভয়াবহতায় এগিয়ে গেল ইটালি। বৃহস্পতিবার পর্যন্ত ইতালিতে কোভিড ১৯-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪০৫। মোট ৪২৭ জনের মৃত্যু হয়েছে শুধু এদিনই। শুধু বুধবার ইটালিতে করোনায় মৃতের সংখ্যা ৪৭৫ জন। চিনে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩২৪৫ বলে জানা গেছে, যদিও সেই পরিসংখ্যান নিয়ে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক মহলের এক অংশ। উত্তর ইটালিতে করোনা প্রথম থাবা বসালেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গোটা দেশেই। গত ১২ মার্চ লকডাউন ঘোষণা করে সে দেশের সরকার। প্রথমে সেই লকডাউন ২৫ মার্চ পর্যন্ত থাকবে বলে ঘোষণা করা হলেও পরে তার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দেওয়া হয়।

এতকিছু সত্ত্বেও সেদেশে করোনার আক্রমণ বেড়েই চলেছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। চিকিৎসকরাও আক্রান্ত, এখনও পর্যন্ত সেদেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জন চিকিৎসকের। বৃহস্পতিবার ইতালির এক শহরে দেখা গেছে সারি সারি সেনা ট্রাক, যাতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে শহরের বাইরে পুড়িয়ে দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রেই মৃতদের পরিবারের লোকেরা শেষকৃ্ত্য করতে পারেননি, বা করতে দেওয়া হয়নি সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কায়। ইতালির জনসংখ্যার একটা বড় অংশ প্রবীণ। যাঁরা মারা গেছেন তাঁদের অধিকাংশই সত্তরোর্ধ্ব। এ দিকে, লন্ডনের পরিস্থিতিও ক্রমে ঘোরালো হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। কার্যত লকডাউন হয়েছে সেখানেও। বেশির ভাগ অফিসকাছারি, শিল্প বন্ধ। কিন্তু সেখানেও কিছু মানুষ কথা না শুনে বাইরে ঘুরে বেড়াচ্ছেন এখনও। আরও পড়ুন-California Declares Statewide Stay-At-Home: করোনা রুখতে বাড়িতেই থাকুন, নির্দেশিকা জারি করলেন ক্যালিফোর্নিয়া স্টেট গভর্নর

আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ১৬৪ জনের। প্রতিদিন সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে বড় ভরসা করোনার প্রতিষেধক, যা নিয়ে সারা পৃথিবীর অনেক গবেষণাগারে কাজ চলছে। তবে সেই ওষুধ পরীক্ষানিরীক্ষার সব ধাপ পেরিয়ে কবে বাজারে আসবে সে দিকেই তাকিয়ে সারা বিশ্ব। গোটা বিশ্বে এই মুহূ্র্তে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২০ হাজারের মতো, মৃতের সংখ্যা ৯ হাজার।