Israeli actor Idan Amedi Joins Defence Force: হামাসের বিরুদ্ধে রণভূমিতে ইজরায়েলি অভিনেতা ইদান আমেদি, যোগ সেনাবাহিনীতে

জ্বলছে ইজরায়েল। হামাসের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়া দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিলেন এক টেলিভিশন অভিনেতা। ইজরায়েলি অভিনেতা ইদান আমেদি দেশ ভক্তির অন্য নিদর্শন গড়লেন।

Israeli actor Idan Amedi Joins Defence Force (Photo Credits: X)

হামাস ইজরায়েল সংঘর্ষ (Israel-Hamas War) ক্রমে আরও বিধ্বংসী চেহারা নিচ্ছে। ইজরায়েলের উপর প্যালেস্তাইন জঙ্গি সংগঠন হামাসের আকস্মিক আক্রমণ আর তার জবাবে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের যুদ্ধ ঘোষণা সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি দুই দেশে। অস্ত্রযুদ্ধে প্রাণ গিয়েছে ৪ হাজারের বেশি মানুষের। জ্বলছে ইজরায়েল। হামাসের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়া দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিলেন এক টেলিভিশন অভিনেতা। ইজরায়েলি অভিনেতা ইদান আমেদি দেশ ভক্তির অন্য নিদর্শন গড়লেন। যুদ্ধ পরিস্থিতিতে হাত গুটিয়ে বাড়ি বসে থেকে নয়, বরং সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হামাস বিরোধিতায় রণভূমিতে পদার্পণ করলেন ইদান।

তবে ইদান একা নন, টেলিভিশন সিরিজ 'ফাউদা'র (Fauda) আরও এক অভিনেতা লিওর রাজ দিন কয়েক আগেই স্বেচ্ছাসেবক সংগঠন 'ব্রাদার্স ইন আর্মস'-এ যোগদান করেছেন। শুক্রবার ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার পর একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেন ইদান। হাতে বন্দুর পরনে সেনা উর্দিতে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, 'আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ একটু ভিন্ন পোশাকে আছি। এটি ফাউদার কোনো দৃশ্য নয়। এটাই বাস্তব জীবন'।

তিনি আরও বলেন, শনিবার সকালে দক্ষিণ ইজরায়েলের ঘটনার পর থেকে ঝাঁপিয়ে পড়েছে আমাদের সেনাবাহিনী। আমি আপনাকে শুধু বলতে চাই, ভয়ঙ্কর এবং বিদ্বেষপূর্ণ আচরণের পাশাপাশি সেখানে আমাদের কাছের মানুষ এবং বন্ধুদের খুন করা হয়েছে। কিন্তু মনোবল হারালে চলবে না। সন্তান, পরিবার, ঘরবাড়ি রক্ষা করতে আজ আমরা সেনায় যোগ দিয়েছি। আমরা জয়ী না হওয়া পর্যন্ত আত্মসমর্পণ করব না'।

ইজরায়েলের পালটা হামলায় হামাস ঘাঁটি গাজা (Gaza) ক্রমেই ধ্বংসপুরীতে পরিনত হচ্ছে। বলি হচ্ছে সাধারণ মানুষ। ঘরছাড়া ৪ লক্ষের বেশি নিরীহ গাজাবাসী। হামাসের আঁতুড়ঘর হিসেবে  পরিচিত গাজা ভূখণ্ড কার্যত ধ্বংসস্তূপেে চেহারা নিতে শুরু করেছে।



@endif