Israel-Hezbollah War: হেজবুল্লার ঘাঁটি ধ্বংস করতে এগোচ্ছে ইজরায়েল, লেবাননে এখনও কোনও ভারতীয় আটকে রয়েছেন?

কোনও ভারতীয় যাতে লেবাননে না থাকেন, সে বিষয়ে সতর্কতা জারি করে দিল্লি। যদি কেউ থেকে থাকেন, তাহলে তাঁরা যেন বেরুইটের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিরন্তর যোগাযোগ করেন। এমনও জানায় দিল্লি।

Lebanon Explosion (Photo Credit: X)

দিল্লি, ১ অক্টোবর: ইজরায়েলের (Israel)  হামলায় ক্রমশ খারাপ হচ্ছে লেবাননের (Lebanon) পরিস্থিতি। হেজবুল্লার (Hezbollah) শক্ত ঘাঁটি ধ্বংস করতে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। লেবাননের পরিস্থতি যখন চরম উত্তপ্ত, সেই সময় ভারতীয়দের সতর্ক করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। (Delhi)।

আরও পড়ুন: Israel-Hezbollah War: ইজরায়েলে হামলা হলে তার ফল ভুগতে হবে ইরানকে, হেজবুল্লা নিয়ে চরম সতর্কতা আমেরিকার

জানা যায়, লেবাননে ৪ হাজার ভারতীয় ছিলেন। যাঁদের মধ্যে বেশিরভাগ নির্মাণ শিল্পে কর্মরত। বেশ কিছু ভারতীয় কৃষি ক্ষেত্রেও কাজ করেন বলে জানা যায়। ৪ হাজার ভারতীয়কে যাতে নিরাপদে উদ্ধার করা যায়, সে বিষয়ে তৎপরতা শুরু করে দিল্লি। ইজরায়েলি সেনা যদি লেবননে প্রবেশ শুরু করেছে, সেই সময় বার বার সতর্ক করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। তা সত্ত্বেও এখনও কোনও ভারতীয় লেবাননে আটকে রয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।



@endif