Israel-Hamas War: গাজায় যুদ্ধ বিরতির জন্য এবার ইজরায়েলকে চাপ আমেরিকার

আইডিএফের সোশ্যাল হ্যান্ডেলে দাবি করা হয়, এক হামাস জঙ্গির বাড়ি থেকে নগদ ১০ লক্ষ উদ্ধার করা হয়েছে। এই বিপুল অর্থ কে বা কারা জোগান দিচ্ছে হামাসকে, তা নিয়ে শঙ্কিত ইজরায়েল।

Israel Destroyed Hamas Leader House (Photo Credit: Twitter)

ইজরায়েল (Israel) যাতে হামাসের (Hamas) সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি করে, সে বিষয়ে এবার ফের জোর দিল আমেরিকা (USA) । মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জে  অস্টিন সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তেল আভিভের সেই বৈঠকে বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ বিরতির জন্য চাপ দেওয়া হয় আমেরিকার তরফে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে দিনের পর দিন ধরে যে আন্তর্জাতিক চাপ বাড়ছে, তার জেরেই বেঞ্জামিন নেতানিয়াুকে যুদ্ধ বিরতির জন্য বা রংবার চাপ দেওয়া হয় ওয়াশিংটনের তরফে। বেঞ্জামিন নেতানিয়হু এবং মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে ওই বৈঠকে হাজির হন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও।

আরও পড়ুন: Isarel-Hamas War: গাজায় ফের ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের, নিহত শিশু-সহ ১১০

এদিকে আইডিএফের সোশ্যাল হ্যান্ডেলে দাবি করা হয়, এক হামাস জঙ্গির বাড়ি থেকে নগদ ১০ লক্ষ উদ্ধার করা হয়েছে। এই বিপুল অর্থ কে বা কারা জোগান দিচ্ছে হামাসকে, তা নিয়ে শঙ্কিত ইজরায়েল। তবে হামাস নিধন নিয়ে ইজরায়েল যে পদক্ষেপই করুক না কেন, আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। ফলে জল অন্যদিকে গড়ানোর আগেই এবার যুদ্ধ বিরতি নিয়ে ইজরায়েলের সঙ্গে বৈঠকে বসল আমেরিকা।