Israel-Hamas War: হামাসের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য বুঝুন, গাজায় জঙ্গি নিধনে ইজরায়েলের কাছে আবেদন আমেরিকার
গত ২৪ ঘণ্টায় গাজায় ৪২৪ জন হামাস জঙ্গিকে নিশানা করে হামলা চালায় ইজরায়েলি সেনা। অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের তরফে হামাস জঙ্গিদের আস্তানার খোঁজ করে, তারপর হামলা করছে ইজরায়েলি সেনা বাহিনী।
ইজরায়েলের বিমান হামলা থেকে রক্ষা করা হোক গাজার মানুষকে। বিমান হামলা থেকে গাজার মানুষকে যাতে রক্ষা করা যায়, সে বিষয়ে এবার বেঞ্জামিন নেতানিয়াহুকে আবেদন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস জঙ্গিদের সঙ্গে গাজার সাধারণ মানুষকে যাতে গুলিয়ে ফেলা না হয়, তাঁদের যাতে পৃথক রাখা হয় সন্ত্রাসবাদী ক্যাম্পের থেকে, সে বিষয়ে মত প্রকাশ করা হয় হোয়াইট হাউসের তরফে। রবিবার হোয়ািট হাউসের তরফে জানানো হয়, হামাস জঙ্গিদের নিধন করতে গিয়ে গাজার সাধারণ মানুষের যাতে প্রাণহানি না হয়, সে বিষয়ে ইজরায়েলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি প্যালেস্তাইনের যুদ্ধে বিধ্বস্ত ভূখণ্ড গাজার জন্য যাতে মানবিক সাহায্য পৌঁছে যায়, সে বিষয়ে বিশ্ব নেতারা সচেষ্ট বলে জানা যাচ্ছে। সমূহ বিপদের হাত থেকে গাজার মানুষকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গোটা বিশ্বের তরফে করা হচ্ছে বলে খবর।
গত ২৪ ঘণ্টায় গাজায় ৪২৪ জন হামাস জঙ্গিকে নিশানা করে হামলা চালায় ইজরায়েলি সেনা। অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের তরফে হামাস জঙ্গিদের আস্তানার খোঁজ করে, তারপর হামলা করছে ইজরায়েলি সেনা বাহিনী। তল্লাশি চালিয়ে তারপরই হামাস জঙ্গিদের আস্তানায় হামলা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ইজরায়েলের সেনা বাহিনীর মুখপাত্রের তরফে।
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। ১৪০০ মানুষকে খুন করে কার্যত নির্মম হত্যালীলা চালায় প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী। ওই ঘটনার পর কোমর বেধে হামাস নিধনে নামে ইজরায়েল। হামাস জঙ্গিরা কোথায় লুকিয়ে, তার খোঁজ করে জোরদার বিমান হামলা চালানো হয় ইজরায়েলি সেনা বাহিনীর তরফে। যা নিয়ে উত্তাল প্রায় গোটা বিশ্ব।