Israel-Hamas War: গাজায় হামাসের ডেরা খুঁজে অভিযান ইজরায়েলের, ভয়াবহ পরিস্থিতি আল শিফা হাসপাতালে
ইজরায়েলের অভিযানের পর থেকে এখনও পর্যন্ত আল শিফা হাসপাতালে ১১,৪৭০ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে রিপোর্ট প্রকাশ। একের পর এক মৃত্যুর পাশাপাশি গাজা থেকে নিখোঁজ ২ হাজারের বেশি মানুষ।
গাজার আল শিফা হাসপাতালে অভিযানের মাঝ পথে ইজরায়েল। আল শিফায় অভিযান চালিয়ে যখন একের পর এক অস্ত্র উদ্ধার করা হচ্ছে, সেই সময় গাজার আরও বেশ কয়েকটি জায়গায় জোর তল্লাশি শুরু করেছো আইডিএফ। গাজায় হামাসের সম্ভাব্য ডেরা কোথায় কোথায় রয়েছে, সে বিষয়ে খোঁজ চালিয়েই শুরু হয়েছে তল্লাশি অভিযান। এদিকে আল শিফা হাসপাতালে ইজরায়েল অভিযান শুরু করলে, সেখানে ক্রমশ জ্বালানির পরিমাণ কমতে শুরু করে। ফলে আল শিফায় এবার বেশ কয়েকজন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেল। জ্বালানির অভাবে যখন ধুঁকছে আল শিফা হাসপাতাল, সেই সময় সেখানে ৫২ জন রোগীর মৃত্যু হয়েছে বলে খবর।
অন্যদিকে ইজরায়েলের অভিযানের পর থেকে এখনও পর্যন্ত আল শিফা হাসপাতালে ১১,৪৭০ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে রিপোর্ট প্রকাশ। একের পর এক মৃত্যুর পাশাপাশি গাজা থেকে নিখোঁজ ২ হাজারের বেশি মানুষ। ইজরায়েলের অভিযানের জেরে এত মানুষ কীভাবে নিখোঁজ, সে বিষয়েও জোর চর্চা শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে।
গত ৭ অক্টোবরে ইজরায়েলে হানাদারি চালায় হামাস। ইজরায়েলে হামলার জেরে হামাস ১৪০০ মানুষকে হত্যা করে। হামাসের হামলার পর জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করতে পালটা ভয়াবহ হামলা শুরু করে ইজরায়েল। এক নাগাড়ে হামলার জেরে গাজা ইতিমধ্যেই কার্যত 'মৃত্যুপুরীতে' পরিণত হয়েছে। যা নিয়ে আশঙ্কায় প্রায় গোটা বিশ্ব।