Israel-Hamas War: গাজায় অভিযান চালিয়ে হামাসের কবল থেকে ইজরায়েলি সেনা উদ্ধার IDF-এর

ওরি মেগিদিসনামে ইজরায়েলের ওই সেনাকে গাজায় হামাসের গোপণ আস্তানা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর বর্তমানে ওরি মেগিদিসের চিকিৎসা চলছে।

Gaza Destruction (Photo Credit: Twitter)

হামাসের কবজা থেকে ইজরায়েলি সেনাকে উদ্ধার করল আইডিএফ। রবিবার থেকে গাজায় ইজরায়েলি সেনা বাহিনী প্রবেশ করতে শুরু করে। গাজায় আইডিএফ প্রবেশের পরপরই সেখান থেকে অপহৃত ইজরায়েলি সেনাকে উদ্ধার করা হয় বলে খবর। ওরি মেগিদিসনামে ইজরায়েলের ওই সেনাকে গাজায় হামাসের গোপণ আস্তানা থেকে উদ্ধার করা হয়। গাজা থেকে উদ্ধারের পর  বর্তমানে ওরি মেগিদিসের চিকিৎসা চলছে।  পরিবারের সঙ্গে আপাতত সময় কাটাচ্ছেন হামাসের কবল থেকে উদ্ধার হওয়া সেনা জওয়ান ওরি।

গত ৭ অক্টোর ইজরায়েলে হামলা চালিয়ে সেখানে নির্মম হত্যালীলা চালায় হামাস।  প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর চালানো হত্যালীলায় প্রাণ হারান  ইজরায়েলের ১৪০০ মানুষ।   ইজরায়েলে হামলার পর সেখান থেকে প্রায় ২০০ জনের বেশি পণবন্দিকে নিয়ে গাজায় পাড়ি দেয় হামাস।  হামাসের সেই অপহৃতদের মধ্যে থেকেই ওরি মেগিদিসকে উদ্ধার করে আইডিএফ।