Israel-Hamas War: হামাস আত্মসমর্পণ করুক, আল শিফায় প্রবেশ করেই হুঙ্কার ইজরায়েলের, রাষ্ট্রসংঘের ২৪ হাজার লিটার ডিজেল প্রবেশের অনুমতি গাজায়

গাজা যেভাবে জ্বালানির অভাবে ভুগছে,সেদিকে নজর রেখে রাষ্ট্রসংঘের তরফে যে ২৪ হাজার লিটার ডিজেল পাঠানোর হচ্ছে, তা প্রবেশের অনুমতি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু।

Photo Credits: Reuters

গাজার আল শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইজরায়েলি সেনা। গাজার আল শিফা হাসপাতালে ইজরায়েলি সেনা প্রবেশ করতেই, তা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য  ছড়িয়েছে। আল শিফা হাসপাতালে প্রবেশের পর সেখানে আশ্রয় নেওয়া হামাস জঙ্গিরা যাতে আত্মসমর্পণ করে, সে বিষয়ে জানানো হয়েছে আইডিএফের তরফে। যা নিয়ে ফুঁসতে শুরু করেছে হামাস। আল শিফা হাসপাতালে আইডিএফ যেভাবে প্রবেশ করেছে,তার  জন্য মার্কন প্রেসিডডেন্ট জো বাইডেন দায়ি বলে হামাসের তরফে তোপ দাগা  হয়।

এদিকে গাজা যেভাবে জ্বালানির অভাবে ভুগছে,সেদিকে নজর রেখে রাষ্ট্রসংঘের তরফে যে ২৪ হাজার লিটার ডিজেল পাঠানোর হচ্ছে, তা প্রবেশের অনুমতি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্রসঙ্গত আল শিফা হাসপাতালে ইজরায়েলি সেনা প্রবেশ করায় সেখানে বহু রোগী, চিকিৎসক, চিকিৎসা কর্মীরা আটকে পড়েছেন বলে জানানো হয় প্যালেস্তাইনের তরফে।

যদিও ইজরায়েলি সেনার পালটা দাবি,তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমানে আলোচনা চালাচ্ছেন। চিকিৎসকদের সঙ্গেও বলা হচ্ছে কথা। শুধু আল শিফা হাসপাতালে যে হামাস জঙ্গিরা রয়েছে,তারা যাতে আত্মসমর্পণ করে, সে বিষয়ে ইজরায়েলি সেনার তরফে বার বার জানানো হচ্ছে।