Israel-Hamas War: এবার হেজবুল্লার হামলা ইজরায়েলে, IDF-এর সেনা ঘাঁটিতে হানাদারি লেবাননের জঙ্গি গোষ্ঠীর

হেজবুল্লার হামলা পর ইজরায়েলি সেনা আইডিএফের তরফে জানানো হয়, লেবাননের জঙ্গি গোষ্ঠীর তরফে যে হামলা চালানো হয়, তার মধ্যে অনেকগুলি লক্ষভ্রষ্ঠ হয়েছে।

Hezbollah Targets Israel.jpg (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১২ অগাস্ট: এবার ফের ইজরায়েলের (Israel) উপর হামলা শুরু করল হেজবুল্লা( Hezbollah )। লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবুল্লা উত্তর ইজরায়েলের একাধিক সেনা ক্যাম্পে হামলা শুরু করেছে। দ্য টাইমস অফ ইজরায়েলের কাছে হেজবুল্লা মদতপুষ্ট সংগঠন আল-মায়েদিনের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। যেখানে লেবাননের এই কুখ্যাত জঙ্গি গোষ্ঠী ইজরায়েলে সেনা ক্যাম্পে হামলা শুরু করেছে বলে খবর।

হেজবুল্লার হামলা পর ইজরায়েলি সেনা আইডিএফের (IDF) তরফে জানানো হয়, লেবাননের জঙ্গি গোষ্ঠীর তরফে যে হামলা চালানো হয়, তার মধ্যে অনেকগুলি লক্ষভ্রষ্ঠ হয়েছে। ইজরায়েলের জনবসতিবিহীন এলাকায় হেজবুল্লার একের পর এক রকেট আছড়ে পড়ে। যার জেরে ওই সব এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয় আইডিএফের তরফে।

হেজবুল্লার হামলার জেরে মার্কিন নৌবাহিনীর তরফে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সাগরে থাকা মার্কিন নৌবাহিনীর জাহাজগুলির তরফে নিরাপত্তা আরও বেশি করে আঁটসাট করা হয়েছে।