Israel-Hamas War: 'মানবিক কারণে' ২ অপহৃতকে মুক্তি দিল হামাস, দেখুন ভিডিয়ো

হামাসের কসম ব্রিগেডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে ওই দুই মহিলাকে মুক্তি দেওয়ার পাশাপাশি তাঁদের খাবারও দেওয়ার ছবি উঠে আসে। মুখোশ পরা বন্দুকধারীরা ওই দুজনকে যখন নিয়ে আসে, তখন তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট বলে জানানো হয়।

Israeli Hostages (Photo Credit: Twitter)

ইজরায়েলের দুই বন্দিকে মুক্তি দিল হামাস। ইজরায়েলের দুই বয়স্ক নাগরিককে চিকিৎসাজনিত কারণে মুক্তি দিল প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী। মানবিক কারণে এই ২ জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে সোমবার জানায় হামাস। সোমবার এক বিবৃতিতে হামাস জানায়, ওই দুই মহিলার স্বাস্থ্য ক্রমশ খারাপ হচ্ছিল। তাঁরা চিকিৎসা পরিষেবা পাচ্ছিলেন না। শরীর ক্রমাগত খারাপ হয়ে পড়তে শুরু করায়, তারা ওই ২ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানায় হামাস। নুরিত কুপার (৭৯) এবং য়োশেভ লিফতিজ (৮৫) নামে দুই বৃদ্ধাকে গত ৭ অক্টোবর অন্যদের সঙ্গে অপহরণ করে হামাস। গাজা সংলগ্ন সীমান্ত অঞ্চলে কিববুৎজ এবং নীর ওজ থেকে অপহরণ করা হয় ওই ২ মহিলা এবং তাঁদের স্বামীদের। নিজেদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় তাঁদের। ওই ২ মহিলাকে মু্কিত দিলেও, তাঁদের স্বামীদের এখনও ছাড়েনি হামাস।

 

হামাসের কসম ব্রিগেডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে ওই দুই মহিলাকে মুক্তি দেওয়ার পাশাপাশি তাঁদের খাবারও দেওয়ার ছবি উঠে আসে। মুখোশ পরা বন্দুকধারীরা ওই দুজনকে যখন নিয়ে আসে, তখন তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট বলে জানানো হয় ইজরায়েলি টাইমসের তরফে।

হামাসের এই পদক্ষেপে খুশি আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান জানান, হামাসের এই পদক্ষেপকে স্বাগত।  হামাস যাতে বাকি ২০০ জন অপহৃতকেও মুক্তি দেয়, সে বিষয়ে আশা প্রকাশ করা হয় আমেরিকার তরফে।

গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর হামলায় ১৪০০ ইজরায়েলির মৃত্যু হয়। সেই সঙ্গে ২০০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস।