Israel-Hamas War: ১৭ অপহৃতকে মুক্তি দিয়ে ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি বাড়াতে চায় হামাস

রেডক্রসের খবর অনুযায়ী, যুদ্ধ বিরতির তৃতীয় দিনে যে ১৭ জন অপহৃতকে মুক্ত করা হয়, তাঁদের মধ্যে রয়েছেন ১৩ জন ইজরায়েলি, থাইল্যান্ডের ৩ জন এবং ১ জন রাশিয়ার।

Israel-Hamas War (Photo Credit: Twitter)

ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি বাড়াতে চায় হামাস। সম্প্রতি ইজরায়েলের সঙ্গে হামাসের ৪ দিনের যুদ্ধ বিরতির শর্তে সিলমোহর পড়ে। ইজরায়েলের সঙ্গে হামাসের যে ৪ দিনের যুদ্ধ বিরতি চলে, সেই  সময় পরপর ১৭ জন অপহৃতকে মুক্ত দেওয়া হয়। ১৭ জন অপহৃতকে হামাস মুক্ত করার পর, যুদ্ধ বিরতির দিন যাতে আরও কিছুটা সময় বাড়ানো হয়, সে বিষয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আবেদন জানানো হয় প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর তরফে। প্রসঙ্গত যুদ্ধ বিরতির তৃতীয় দিনে হামাসের তরফে যে ১৭ জনকে মুক্তি দেওয়া হয়, তার মধ্যে আমেরিকান-ইজরায়েলি এক কিশোরীও ছিল বলে খবর।

রেডক্রসের খবর অনুযায়ী, যুদ্ধ বিরতির তৃতীয় দিনে যে ১৭ জন অপহৃতকে মুক্ত করা হয়, তাঁদের মধ্যে রয়েছেন ১৩ জন ইজরায়েলি, থাইল্যান্ডের ৩ জন এবং ১ জন রাশিয়ার।

রয়টার্সের খবর অনুযায়ী, ইজরায়েলের জেলে যে প্যালেস্তিনীয় বন্দিরা রয়েছে, তাদের ছাড়ার বিষয়ে আগ্রহ দেখায়, তাহলে হামাসও যুদ্ধ বিরতির মেয়াদ যাতে বাড়ানো হয়, সে বিষয়ে ভাবনা চিন্তা করবে।