Israel-Hamas War: গাজা থেকে মার্কিন নাগরিকদের বেরনো বন্ধ করল হামাস

Hamas Terrorist (Photo Credit: Twitter)

গাজা থেকে বের হতে পারবেন না কোনও মার্কিন নাগরিক। এবার এমনই স্পষ্ট জানাল হামাস। গাজা ভূখণ্ডে মার্কিন নাগরিকদের কার্যক অবরুদ্ধ করে রাখা শুরু করল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী। জো বাইডেন ইউক্রন সফরে হাজির হওয়ার পর তা নিয়ে জোর শোরগোল শুরু হয়। ইউক্রেনে হাজির হয়ে জো বাইডেন স্পষ্ট জানিয়ে দেন, ইজরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার রয়েছে। বাইডেনের ওই মন্তব্যের পরপরই গাজায় আমেরিকানদের অবরুদ্ধ করে দেওয়া হয়।

 



@endif