Israel-Hamas War: অপহৃত তরুণীর ভিডিয়ো পোস্ট হামাসের, অস্ত্রোপচার হয়েছে, গাজা থেকে কী জানালেন মিয়া দেখুন
মিয়া জানান, তিনি যখন বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন, সেই সময় অপহরণ করা হয় তাঁকে। সেরডট থেকে অপহরণ করা হয় তাঁকে। ওই সময় তাঁর হাতে চোট লাগলে, গাজায় নিয়ে চিকিৎসা করানো হয়। আপাতত তিনি ঠিক আছেন।
যে ২০০ জনকে ইজরায়েল থেকে অপহরণ করে নিয়ে যায় হামাস, তাঁদের একজনের ভিডিয়ো পোস্ট করল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী। মিয়া সেম নামে ২১ বছরের ওই তরুণীকে অপহরণ কর হামাস। এরপর গাজায় নিয়ে যায় অন্য অপহৃতদের সঙ্গে। যে অপহৃতদের গাজায় নিয়ে যাওয়ায় হয়, তাঁদের প্রতিনিধি হয়ে ফরাসি-ইজরায়েলি তরুণী মিয়া সেমের ভিডিয়ো প্রকাশ করে হামাস। যেখানে ওই তরুণীকে বলতে শোনা যায়, গাজায় তিনি ঠিক আছেন। তাঁদের হাতের অস্ত্রোপচার করা হয়েছে। অপহরণের পর চোট লাগায়, তাঁর জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। আপাতত মিয়া ঠিক আছেন। হিব্রুতে এমনই বলতে শোনা যায় ওই তরুণীকে। সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, সেই সময় মিয়ার ভিডিয়ো পোস্ট করে হামাস।
মিয়া জানান, তিনি যখন বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন, সেই সময় অপহরণ করা হয় তাঁকে। সেরডট থেকে অপহরণ করা হয় তাঁকে। ওই সময় তাঁর হাতে চোট লাগলে, গাজায় নিয়ে চিকিৎসা করানো হয়। আপাতত তিনি ঠিক আছেন। পাশাপাশি যত শিগগিরই সম্ভব তাঁকে পরিবারের কাছে ফেরানো হবে বলে হামাস আশ্বাস দেয় বলেও জানান ওইতরুণী।
গত ৭ অক্টোবর ইজরায়েলে কীভাবে হামলা চালায় হামাস জঙ্গিরা। ইজরায়েলে হামলা চালিয়ে, সেখানে নিধন যজ্ঞ চালায় হামাস। এরপর হামাসের খোঁজে পালটা গাজা ভূখণ্ডে হানাদারি শুরু করে ইজরায়েল। যার জেরে দু পক্ষেরই বহু মানুষের মৃত্যুর খবর মেলে। এমনকী, ৭ অক্টোবর যাঁদের অপহরণ করা হয়েছে, তাঁদের না ছাড়লে, গাজাকে সবদিক থেকে অবরুদ্ধ করে দেওয়া হবে বলে স্পষ্ট জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।