IPL Auction 2025 Live

Israel-Hamas War: গাজার হাসপাতালে ইজরায়েলের হামলায় নিহত ৫০; নীরিহদের রক্ষা করুন, আর্জি আমেরিকার

ইজরায়েলের হামলার জেরে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ শহর ছেড়ে অন্যত্র পালাতে শুরু করেছেন। রাষ্ট্রসংঘের সম্প্রতি পেশ করা একটি এমনই তথ্য সামনে আসে। যা প্রকাশ্যে আসতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের উপর কবজা করা হয়েছে বলে দাবি করেন।

Israel-Hamas War (Photo Credit: Twitter)

গাজার (Gaza) আরও একটি হাসপাতাল ফের তছনছ করে দিল ইজরায়েলি (Israel) সেনা। এবার গাজার খান ইউনিস শহরের একটি হাসপাতালে হানাদারি চালায় আইডিএফ। যার জেরে দক্ষিণ গাজার এই শহরের একটি হাসপাতাল কার্যত তছনছ হয়ে যায় বলে খবর। এপির খবর অনুযায়ী, দক্ষিণ গাজা শহরের এই হাসপাতালে আইডিএফ হামলা চালালে, সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে আকাশে উড়তে শুরু করে। যা নিয়ে গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করে। শেষ খবর  পাওয়া পর্যন্ত, গাজার হাসপাতালে হামাসের হামলার জেরে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Israel-Hamas War: যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ভারতীয়কে উদ্ধার দিল্লির, দেখুন ভিডিয়ো

ইজরায়েলের হামলার জেরে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ শহর ছেড়ে অন্যত্র পালাতে শুরু করেছেন। রাষ্ট্রসংঘের সম্প্রতি পেশ করা একটি এমনই তথ্য সামনে আসে। যা প্রকাশ্যে আসতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের উপর কবজা করা হয়েছে বলে দাবি করেন।

এদিকে গত অক্টোবরে হামাসের (Hamas) হামলার পর সেখান থেকে প্রায় ২৪০ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহৃতদের মুক্তির জন্য প্রায় প্রতিদিনই বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে সংশ্লিষ্ট পরিবারগুলির তরফে দাবি জানানো হচ্ছে।