Israel-Gaza War: গাজায় চলছে ভয়াবহ হামলা, এখনই বন্ধ করা হোক, ইজরায়েলকে ফের জানাল রাষ্ট্রসংঘ
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইজরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে হামাস জঙ্গিদের হামলার পরপরই পালটা হানাদারি চালু করা হয় আইডিএফের তরফে।
দিল্লি, ১৩ সেপ্টেম্বর: গাজায় (Gaza) যেভাবে একটানা হামলা চালাচ্ছে ইজরায়েল (Israel), তা অবিলম্বে বন্ধ হোক। রাষ্ট্রসংঘের (UN) তরফে ফের গাজায় হামলা বন্ধ নিয়ে জোরদার সওয়াল করা হল। রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টনিও গুরেটস বলেন, গাজার আল জাওনি স্কুলে যেভাবে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা, তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই ধরনের ভয়াবহ রক্তক্ষয়ী হামলা এখনই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করা হয় রাষ্ট্রসংঘের তরফে।
হামাস জঙ্গিদের খোঁজে ইজরায়েলের টানা হামলায় গাজার ২৫ শতাংশ মানুষের মৃত্যু হয়। পরে সেই সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে। শেষ পরিসংখ্যান অনুযায়ী, ইজরায়েলের হামলার জেরে গাজায় এখনও পর্যন্ত ৪১,১১৮ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ২২,৫০০ মানুষ গুরুতরভাবে জখম। যে ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ইজরায়েলের হামলায়, তাঁদের সেরে ওঠার সম্ভাবনা প্রায় নেই বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।
প্রসঙ্গত গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইজরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে হামাস জঙ্গিদের হামলার পরপরই পালটা হানাদারি চালু করা হয় আইডিএফের তরফে। তবে ইজরায়েলের হামলা সত্ত্বেও এখনও যে ১১৩৯ জনকে পণবন্দি করে রাখা হয়েছে, তাঁদের মুক্তি দেওয়া হয়নি।
সম্প্রতি প্যালেস্তাইনের জর্ডন ভ্যালিতে ইজরায়েল যেভাবে হামলা শুরু করেছে, তার কড়া নিন্দা করা হয় কাতারের তরফে।