Israel-Gaza War: ভয়াবহ ছবি; গাজায় মৃত ১০ হাজার মহিলা, মায়েদের মৃত্যুতে অনাথ ১৯ হাজার শিশু
গাজায় এই মুহূর্তে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে ১ মিলিয়ন মহিলা প্রতি মুহূর্তে খিদের জ্বালায় ভুগছেন। তাঁদের কাছে পর্যাপ্ত খাবার তো দূরে থাক, একবেলায় পেট ভরানোর মত রসদও নেই।
ইজরায়েল (Isarel), গাজার (Gaza) যুদ্ধে এবার ফের ভয়াবহ এক ছবি উঠে এল। পরিসংখ্যান বলছে, ইজরায়েলের সঙ্গে হামাসের (Hamas) যুদ্ধে এখনও পর্যন্ত এখনও প্রায় ১০ হাজার মহিলার মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬ হাজার মা। ফলে গাজায় এই মুহূর্তে ১৯ হাজার শিশু অনাথ বলে জানা যাচ্ছে। ১৬ এপ্রিল রাষ্ট্রসংঘের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টেই এই পরিসংখ্যান উঠে আসে। রাষ্ট্রসংঘের কথা, গাজায় যে মহিলারা রয়েছেন, তাঁদের কাছে ন্যূনতম বাঁচার রসদ নেই। সেই সঙ্গে খাবার থেকে স্যানিটারি ন্যাপকিন, সবকিছুর অভাবের মধ্যে দিয়েই দিন কাটছে সেখানকার মহিলাদের।
আরও পড়ুন: Israel-Gaza War: ইজরায়েলের হামলায় নিহত হামাস নেতা হানিয়ের ৩ ছেলে, নাতি নাতনিরা
গাজায় এই মুহূর্তে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে ১ মিলিয়ন মহিলা প্রতি মুহূর্তে খিদের জ্বালায় ভুগছেন। তাঁদের কাছে পর্যাপ্ত খাবার তো দূরে থাক, একবেলায় পেট ভরানোর মত রসদও নেই। ফলে চূড়ান্ত খিদের সম্মুখী হতে হচ্ছে তাঁদের। সেই সঙ্গে পরিশ্রুত খাবার জল, নিত্যপ্রয়োজনীয় জিনসপত্রও যেমন তাঁদের কাছে নেই, তেমনি প্রতি মুহূর্তে তাঁদের মৃত্যু ভয় কুড়ে খেতে শুরু করেছে।