Donald Trump Assassination Attempt: 'জগন্নাথের কৃপায় রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প', মনে করছে ISKCON

রামারমণ দাস বলেন, ৪৮ বছর আগে জগন্নাথের রথযাক্রাকে রক্ষা করেন ডোনাল্ড ট্রাম্প। ৪৮ বছর আগে ট্রাম্প যেভাবে রথযাত্রা রক্ষা করেন, এবার জগতের নাথ ট্রাম্পকে রক্ষা করেন। ট্রাম্পের উপর যে হামলা হয়, জগন্নাথ দেবের কৃপাতেই প্রাক্তন প্রেসিডেন্ট তার জেরে রক্ষা পান।

Donald Trump Assassination Attempt (Photo Credits: ANI)

দিল্লি,  ১৫ জুলাই: জগতের নাথের (Lord Jagannath ) কৃপায় রক্ষা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইস্কনের (ISKCON) তরফে এমনই জানানো হয়। সম্প্রতি পেনসিলভানিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়। ওই হামলায় জগন্নাথের কৃপায় ট্রাম্প রক্ষা পেয়েছেন বলে ইস্কনের তরফে মন্তব্য করা হয়। ইস্কনের মুখপাত্র রাধারমণ দাস বলেন, ডোনাল্ড ট্রাম্প বরাত জোরে রক্ষা পেয়েছেন। জগন্নাথের কৃপায় তিনি এ যাত্রায় রক্ষা পেয়েছেন বলেও ইস্কনের মুখপাত্রের তরফে জানানো হয়।

আরও পড়ুন: Donald Trump: রিপাবলিকান পার্টির সমর্থকের গুলিতেই আহত ডোনাল্ড ট্রাম্প, FBI-এর হাতে এল বড় তথ্য

শনিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে আততায়ীর গুলিতে আহত হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Former US President Donald Trump)। তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলি ছাঁড়লেও,  হামলাকারীর লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু প্রাক্তন প্রেসিডেন্টের (Donald Trump) নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস স্নাইপারদের লক্ষ্যভ্রষ্ট হয়নি। ফলে  প্রায় ১২০ কিলোমিটার দূরে থাকা বন্দুকবাজের উপর গুলি চালিয়ে তাকে নিকেশ করে স্নাইপাররা। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।



@endif