Isarel-Hamas War: গাজায় ফের ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের, নিহত শিশু-সহ ১১০
ত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গি গোষ্ঠী। হামাসের হামলার জেরে ১৪০০ মানুষের মৃত্যু হয় ইজরায়েলে। ৭ অক্টোবরের হামলার পর হামাস নিধনে ইজরায়েল পালটা হানাদারি চালায় গাজায়। যার জেরে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে গাজা থেকে।
ইজরায়েলের (Israel) ভয়াবহ বিমান হামলায় ফের কেঁপে উঠল গাজা (Gaza)। গাজার জাবালিয়া প্রদেশে সোমবার ফের বিমান হামলা চালায় ইজরায়েল। যার জেরে জাবালিয়া প্রদেশে কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছে। অন্যদিকে ইজরায়েলের বিমান হামলায় সোমবার কমপক্ষে ১০০ জন আহত হন বলে খবর। যদিও ইজরায়েলি সেনা বাহিনীর তরফে এই হামলার পুরোপুরি দায় স্বীকার করা হয়নি। জঙ্গিদের আস্রয়স্থলে হামলা চালানো হয়েছে বলে দাবি আইডিএফের (IDF)।
প্রসঙ্গত গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গি গোষ্ঠী। হামাসের হামলার জেরে ১৪০০ মানুষের মৃত্যু হয় ইজরায়েলে। ৭ অক্টোবরের হামলার পর হামাস নিধনে ইজরায়েল পালটা হানাদারি চালায় গাজায়। যার জেরে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে গাজা থেকে।
আরও পড়ুন: Israel-Hamas War: যুদ্ধ বিরতির মেয়াদ শেষ, গাজায় ফের হামলা ইজরায়েলের
গাজায় যেভাবে ইজরায়েল একটানা হানাদারি শুরু করেছে, তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে বারংবার দাবি জাানানো হয় রাষ্ট্রসংঘের তরফে।