Iraqi TikTok Star Shot Dead: বাগদাদে ইরাকি টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা, দেখুন চাঞ্চল্যকর ভিডিও
গুফরান সাওয়াদি নামক মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ওম ফাহাদ নামে পরিচিত। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সে যখন সেদিন গাড়িতে একা ছিল তখন এক ব্যক্তি মোটরবাইকে করে এসে বন্দুক নিয়ে তাকে গুলি করে
ইরাকের বাগদাদে নিজের বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়েছে জনপ্রিয় TikTok তারকা ওম ফাহাদকে (Om Fahad)। শুক্রবার রাজধানীর পূর্বাঞ্চলীয় জায়েনে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এক মহিলাকে 'অজ্ঞাত হামলাকারীরা' হত্যা করেছে। এতে আরও বলা হয়, তার মৃত্যুর পরিস্থিতি তদন্তের জন্য একটি 'বিশেষ ওয়ার্ক টিম' গঠন করা হয়েছে। গুফরান সাওয়াদি নামক মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ওম ফাহাদ নামে পরিচিত। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সে যখন সেদিন গাড়িতে একা ছিল তখন এক ব্যক্তি মোটরবাইকে করে এসে বন্দুক নিয়ে তাকে গুলি করে। ইরাকি একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলাকারী খাবার ডেলিভারির ভান করছিল বলে মনে হচ্ছে। এদিকে মার্কিন মালিকানাধীন আল হুররা নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় আরও এক মহিলা আহত হয়েছে। Iranian Rapper Toomaj Salehi Sentenced to Death: মৃত্যুদণ্ড দেওয়া হল ইরানি র্যাপার তুমাজ সালেহিকে; জানুন কারণ
দেখুন ঘটনার চাঞ্চল্যকর ছবি এবং ভিডিও
পপ সংগীতে নাচের ভিডিও শেয়ার করার জন্য ফাহাদ টিকটকে সুপরিচিত, তার কয়েক হাজার ফলোয়ার রয়েছে। তবে 'শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা' (modesty and public morality) ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য গত বছর তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ইরানের সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি করা এক সরকারী কমিটির দায়ের করা এক মামলার ভিত্তিতে তাঁর শাস্তি হয়। স্বাধীন ইউরো-ভূমধ্যসাগরীয় মানবাধিকার মনিটর সে সময় এই শাস্তিকে ন্যায়সঙ্গত নয় বলে দাবি করে।সাম্প্রতিককালে, ফাহাদ এবং আরেক টিকটক তারকা ডালিয়া নাঈমের (Dalia Naeem) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। প্লাস্টিক সার্জারির কারণে 'ইরাকি বার্বি' নামে পরিচিত নাঈম ইরাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফাহাদের কথিত সম্পর্কের কথা ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।