Iran President Ebrahim Raisi: মৃত্যু প্রেসিডেন্টের; ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়েছে, জানাল ইরানের সংবাদমাধ্যম
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে যখন গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে, সেই সময় সে দেশের মানুষকে শান্ত থাকার জন্য আবেদন করেন প্রধান ধর্মগুরু আয়তুল্লা আল খোমেইনি।
ইরানের (Iran) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ( Ebrahim Raisi) যে হেলিকপ্টারে ছিলেন, সেটি ভেঙে পড়েছে। সোমবার ইরানের সংবাদমাধ্যমের তরফে সকালে এই খবর প্রকাশ করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যে বিমানে রাইসি ছিলেন, সেটি ভেঙে পড়ায়, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর কার্যত পাকা। কারণ হেলিকপ্টার ভেঙে পড়ার পর বেশ কয়েক ঘণ্টা অতিক্রান্ত হলেও, এখনও কোঁজ মেলেনি রাইসির। সূত্রের খবর, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ওই হেলিকপ্টারে ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী হুসেন আমির আবদুল্লাও। অর্থাৎ প্রেসিডেন্টের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীরও মৃত্যু হয়েছে বলে মনে করছে সে দেশের প্রশাসন।
দেখুন ট্যুইট...
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে যখন গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে, সেই সময় সে দেশের মানুষকে শান্ত থাকার জন্য আবেদন করেন প্রধান ধর্মগুরু আয়তুল্লা আল খোমেইনি। ইব্রাহম রাইসির মৃত্যুর জেরে যাতে সে দেশের সরকার এবং প্রশাসনের উপরকোনও প্রভাব না পড়ে, সেই আবেদন করেন ইরানের প্রধান ধর্মগুরু।