Iran President Ebrahim Raisi: ইজারায়েলের হামলা প্রতিরোধে সব সময় প্যালেস্তাইনের পাশে থেকেছে ইরান, রাইসির মৃত্যুতে শোক প্রকাশ হামাসের
৭ অক্টোবরের পর থেকে ইজরায়েল যখন গাজায় ক্রমাগত হামলা শুরু করে, তখন ইরান সব সময় অর্থনৈতিক দিক থেকে প্যালেস্তাইনের পাশে থেকেছে বলে মন্তব্য করা হয় হামাস জঙ্গি গোষ্ঠীর তরফে।
ইরানের (Iran)) প্রেসিডন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) মৃত্যুতে শোক প্রকাশ করল হামাস। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের সময় থেকে যেভাবে তাদের সমর্থন করেছেন রাইসি, সে বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর তরফে। গাজায় ইজরায়েলের হামলার পর থেকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যেভাবে প্যালেস্তাইনের মানুষের পাশে থেকেছেন, তাঁদের সমর্থন করেছে, সেই বিষয়ের উল্লেখ করে হামাস। রাইসির মৃত্যুর পর প্যালেস্তাইনের প্রতি তাঁর আত্মবিশ্বাস এবং মানুষের পাশে থাকার প্রশংসা করে শোক জ্ঞাপন করা হয় হামাসের তরফে।
প্রসঙ্গত ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েল যখন গাজায় ক্রমাগত হামলা শুরু করে, তখন ইরান সব সময় অর্থনৈতিক দিক থেকে প্যালেস্তাইনের পাশে থেকেছে বলে মন্তব্য করা হয় হামাস জঙ্গি গোষ্ঠীর তরফে। পাশাপাশি গত ১৩ এপ্রিল ইরান পরপর ৩০০টি মিসাইল এবং ড্রোন ইজরায়েলের দিকে ছোঁড়ে। গাজাকে রক্ষা করতে ইরান সব সময় প্যালেস্তাইনের মানুষের পাশে থেকেছে বলে রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করে জানানো হয় হামাসের তরফে।