Indian Passengers: 'মানব পাচারের' অভিযোগে ফ্রান্সে আটকে থাকা বিমান পৌঁছল মুম্বইতে
রোমের লেজেন্ড এয়ারলাইন্স নামে একটি কম্পানির চাটার্ড বিমান নিকারাগুয়ার উদ্দেশে রওনা দেয় ৩০৩ জন যাত্রী নিয়ে। এরপর সন্দেহ হওয়ায় সেটিকে ফ্রান্সে আটকে রাখা হয় বলে খবর।
মুম্বই, ২৬ ডিসেম্বর: মানব পাচারের (Human Traffickin) অভিযোগে যে বিমানটিকে ফ্রান্সে (France) নামিয়ে ৩ দিন ধরে আটকে রাখা হয়, এবার সেটি মুম্বইতে (Mumbai) এসে পৌঁছয়। মঙ্গলবার সকালে ফ্রান্স থেকে ওই বিমানটিকে মুম্বইতে এসে পৌঁছয় বলে খবর। যেখানে ২৭৬ জন ভারতীয় (Indian) রয়েছেন বলে জানা যায়। রবিবার ফরাসি কর্তৃপক্ষের তরফে বিমানটিকে ওড়ার অনুমতি দিলে, সেটি উড়ান শুরু করে। বিমানটিতে ৩০৩ জন যাত্রী থাকলেও, সেখান থেকে ২৭৬ জন ভারতে এসে পৌঁছন। বাকি ২৭ জন ফ্রান্সে থাকারই সিদ্ধান্ত নেন বলে খবর।
আরও পড়ুন: Indian Passengers: ফ্রান্স বিমানবন্দরে নামানো ৩০৩ ভারতীয় যাত্রীকে রওনা করানোর প্রস্তুতি, রিপোর্ট
রোমের লেজেন্ড এয়ারলাইন্স নামে একটি কম্পানির চাটার্ড বিমান নিকারাগুয়ার উদ্দেশে রওনা দেয় ৩০৩ জন যাত্রী নিয়ে। এরপর সন্দেহ হওয়ায় সেটিকে ফ্রান্সে আটকে রাখা হয় বলে খবর। জানা যায়, চাটার্ড বিমানে করে পাচার করা হচ্ছিল। সোমবার সকালেই বিমানটির ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ওই বিমানের বেশ কিছু যাত্রী ভারতে ফিরতে না চাওয়ায়, সেটি দেরি করছিল।
যে ২৭ যাত্রী ভারতে ফিরতে চাননি, তাঁদের মধ্যে ২ জন কিশোর রয়েছে। যাদের অ্যাসাইলামে পাঠানোর আবেদন জানানো হয়েছে।