Vivek Ramaswamy: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত, বিবেক রামাস্বামী টক্কর দেবেন ট্রাম্প, হ্যালিকে

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন ৩৭ বছরের তরুণ উদ্যোগপতি বিবেক। আশ্বাস দিয়েছেন, নির্বাচনে জিতলে চিন নির্ভরতা কমিয়ে আমেরিকাকে নতুন করে গড়ে তুলবেন তিনি।

Vivek Ramaswamy (Photo Credits: Facebook)

২০২৪ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের (US Presidential Election 2024) প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে নাম লেখালেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামাস্বামী (Vivek Ramaswamy)। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন ৩৭ বছরের তরুণ উদ্যোগপতি বিবেক। আশ্বাস দিয়েছেন, নির্বাচনে জিতলে চিন নির্ভরতা কমিয়ে আমেরিকাকে নতুন করে গড়ে তুলবেন তিনি।

রিপাবলিকান পার্থী হিসাবে বিবেক মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে (US Presidential Election 2024) নিজেকে সামিল করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন বিবেক (Vivek Ramaswamy)। তরুণ মার্কিন রাষ্ট্রপতি প্রার্থীকে বলতে শোণা গিয়েছে, 'আমি গর্বের সঙ্গে জানাচ্ছি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার কথা। এদেশের হারিয়ে যাওয়া আদর্শকে আমি অবশ্যই ফিরিয়ে আনব'।

বিবেক রামাস্বামীর (Vivek Ramaswamy) আগে আরও এক ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি (Nikki Haley) ২০২৪ এর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে (US Presidential Election 2024) লড়বেন বলে নিজের নাম ঘোষণা করেছেন। এছাড়া দৌড়ে সবার আগে যিনি নিজের নাম উল্লেখ করেছেন তিনি হলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্প (Donald Trump)।

 



@endif