Everest: এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে নয়া নজির ৬ বছরের ভারতীয় বংশোদ্ভূত শিশুর

গর্গের পরিবার সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ স্টার্টিং পয়েন্ট লুকলা গ্রাম থেকে তাদের পর্বতারোহণ শুরু করেছিল। আর অক্টোবরের ৭ তারিখ তারা এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছয়। তাদের সঙ্গে ছিল একজন প্রশিক্ষণপ্রাপ্ত গাইড ও দুজন মালবাহক।

এভারেস্টের বেস ক্যাম্পে ওম মদন গর্গ (Photo Credi: Twitter)

সিঙ্গাপুর: নেপালে (Nepal) অবস্থিত এভারেস্টের বেস ক্যাম্পে (Everest Base Camp) পৌঁছে নয়া নজির গড়ল সিঙ্গাপুরের (Singapore) বাসিন্দা ৬ বছরের ভারতীয় বংশোদ্ভূত শিশু (Indian-Origin Child) ওম মদন গর্গ (Om Madan Garg)। সিঙ্গাপুরের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে এই কীর্তি গড়ল সে।

সিঙ্গাপুর বুক অফ রেকর্ডস (Singapore) সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাবা-মায়ের সঙ্গে এভারেস্টে পর্বতারোহণে বেরিয়েছিল ওম। তারপর দশদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে নেপালের লুকলা গ্রামের (Lukla village) ২ হাজার ৮৬০ মিটার উচ্চতা থেকে ২৫০০ মিটার উপরে অবস্থিত ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় থাকা এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছয় সে। খারাপ আবহাওয়া, বিমান বাতিল, প্রাকৃতিক প্রতিকূলতা, গরম দিন ও ঠাণ্ডা রাতের সমস্ত কষ্ট সহ্য করে সেখানেও উঠতে সক্ষম হয়েছিল সিঙ্গাপুরের ক্যানোসাভিল্লে প্রিস্কুল কিন্ডারগার্ডেন টুয়ের ওই ছাত্র।

জানা গেছে, গর্গের পরিবার সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ স্টার্টিং পয়েন্ট লুকলা গ্রাম থেকে তাদের পর্বতারোহণ শুরু করেছিল। আর অক্টোবরের ৭ তারিখ তারা এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছয়। তাদের সঙ্গে ছিল একজন প্রশিক্ষণপ্রাপ্ত গাইড (Qualified guide) ও দুজন মালবাহক (porters)।

এপ্রসঙ্গে একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় ওম জানায়, "ওখানে পৌঁছনোর পর আমি নিজের টুপিটা (hat) আকাশের দিকে ছুঁড়ে দিয়ে ফের লুফে নিই। তারপর আমরা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের পাথরে (Mount Everest Base Camp rock) উঠে সবাই মিলে একটি ফটো (Photo) তুলি। ওখানে সিঙ্গাপুরের পতাকাও (Singapore) উত্তোলন করেছিলাম আমরা।"