IPL Auction 2025 Live

Iran: হিজাব না পরায় হাসপাতালে নিতে অস্বীকার, ইরানের জেলে অনশন নোবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত 'বন্দির'

রিপোর্টে প্রকাশ, নার্গিস দুটি কারণে অনশন শুরু করেছেন। প্রথমত জেলে যে অসুস্থ বন্দিরা রয়েছেন, তাঁদের চিকিৎসা পরিষেবা দিতে কেন বিলম্ব করা হচ্ছে সরকারের তরফে। সেই সঙ্গে মহিলাদের আমৃত্যু কেন হিজাব পরতে হবে, সে বিষয়ে প্রশ্ন তুলেও অনশন শুরু করেন এই নেবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত বন্দি।

Nobel Peace Prize Winner Narges Mohammadi (Photo Credit: Twitter)

ইরানের জেলে এবার অনশন শুরু করলেন নোবেল পুরষ্কারপ্রাপ্ত নার্গিস মহম্মদী। হিজাব পরিধানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইরানের জেলে বসেই অনশন শুরু করেন নার্গিস। অনশন শুরুর পর নার্গিস যেমন কিছু খাচ্ছেন না, তেমনি প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবাও গ্রহণ করবেন না বলে জানান। বিবিসির তরফে এমনই একটি খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে শোরগোল।

রিপোর্টে প্রকাশ, নার্গিস দুটি কারণে অনশন শুরু করেছেন। প্রথমত জেলে যে অসুস্থ বন্দিরা রয়েছেন, তাঁদের চিকিৎসা পরিষেবা দিতে কেন বিলম্ব করা হচ্ছে সরকারের তরফে। সেই সঙ্গে মহিলাদের আমৃত্যু কেন হিজাব পরতে হবে, সে বিষয়ে প্রশ্ন তুলেও অনশন শুরু করেন এই নেবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত বন্দি।

নার্গিস মহম্মদীর পরিবারের তরফে জানানো হয়, নার্গিস শিরা এবং ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। ফলে তাঁকে হাসপাতালে নেওয়ার সম.য় হিজাব পরার কথা বলা হয়। যা তিনি অস্বীকার করেন। এরপর জেল কর্তৃপক্ষের তরফে মহম্মদীকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করা হয়। ওই সময় থেকেই তিনি শুরু করেন অনশন।