IPL Auction 2025 Live

Hurricane Milton Update: হ্যারিকেন মিলটনে উত্তাল হতে পারে উপকূল, যুদ্ধকালীন তৎপরতায় সরানো হচ্ছে বাসিন্দাদের

গত ১০০ বছরের মধ্যে এই হ্যারিকেন অন্যতম ভয়ঙ্কর ঝড় হিসেবে ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়তে চলেছে। ফলে কত মানুষ আক্রান্ত হতে পারেন, তা নিয়ে হিসেবনিকেষ চলছে।

Hurricanes Milton (Photo Credit: X)

দিল্লি, ৯ অক্টোবর: ক্রমশ শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন মিলটন (Hurricane Milton)। বুধবার বিকেলের মধ্যে ফ্লোরিডা (Florida) উপকূলে আছড়ে পড়ার কথা রয়েছে হ্যারিকেন মিলটনের। যার গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বা তার বেশিও হতে পারে বলে আশঙ্কা। ফলে হ্যারিকেন মিলটন আছড়ে পড়ার আগেই ফ্লোরিডায় জারি চূড়ান্ত সতর্কতা। ফ্লোরিডা থেকে বহু মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। রিপোর্ট প্রকাশ, প্রায় ৫ মিলিয়ন মানুষকে ফ্লোরিডা উপকূল থেকে সরাতে হবে। বুধবার বিকেলের মধ্যে ফ্লোরিডা উপকূলে মিলটন আছড়ে পড়লে, তাকে ক্যাটাগরি ৫ না ক্যাটাগরি ৬ হ্যারিকেন হিসেবে চিহ্নিত করা হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Hurricanes Milton: ক্যাটাগরি ৬-এ পৌঁছে ভয়ঙ্কর গতিতে আছড়ে পড়তে চলেছে হ্যারিকেন মিলটন

গত ১০০ বছরের মধ্যে এই হ্যারিকেন অন্যতম ভয়ঙ্কর ঝড় হিসেবে ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়তে চলেছে। ফলে কত মানুষ আক্রান্ত হতে পারেন, তা নিয়ে হিসেবনিকেষ চলছে। ট্যাম্পা বে-র আশাপাশের অঞ্চলের মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার কাড চলছে। যদি কেউ ঘরে থাকতে চান, তাহলে মৃত্যু অবশম্ভাবী। এমন ভাবেই প্রশাসন যেমন সতর্ক করছে মানুষকে, তেমনি জোর কদমে চালাচ্ছে উদ্ধার কাজও।