Hottest Day in History: গরমের নয়া রেকর্ড, তাপমাত্রার পারদ ৫২ ডিগ্রিতে!

কলকাতা হোক কিংবা দিল্লি, মক্কা হোক বা মাদ্রিদ। এবারের গরম যেন সব সহ্যশক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। হজ যাত্রার মাঝে এবারের গরম নয়া খেল দেখাচ্ছে। মদিনায় গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস

প্রতীকী ছবি (Photo Credits: Pexel)

কলকাতা হোক কিংবা দিল্লি, মক্কা হোক বা মাদ্রিদ। এবারের গরম যেন সব সহ্যশক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। হজ যাত্রার মাঝে এবারের গরম নয়া খেল দেখাচ্ছে। ইসলাম ধর্মের পবিত্রতম জায়গা সৌদি আরবের মক্কায় গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী এতটা গরম এর আগে মক্কায় পড়েনি। সৌদির গরমের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার নজির আছে ৫২ ডিগ্রি সেলসিয়াস। সেই নজিরের একেবারে কাছাকাছি চলে গিয়েছে মক্কার সোমবারের তাপমাত্রা।

মক্কার স্থানীয় বাসিন্দারাও বলছেন, বছরের এই সময়টা এখানে অসহ্য গরম পড়ে ঠিকই, কিন্তু এবারের গরম যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। বাড়ি থেকে বাইরে বের হলেই অনেকের গায়ে ফোস্কার মত দাগও দেখা যাচ্ছে।

আজ, সোমবার দুপুরে মক্কার তাপমাত্রা কমে দাঁড়ায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। সৌদি এমনিতে গরমের দেশ। কিন্তু এবারের গরমটা আগের সব রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে। ক মাস আগেই নজিরবিহীনভাবে মক্কা ও মদিনায় ভয়াবহ বন্যা হয়েছিল। আর এবার রেকর্ড গড়া গরম।

দেখুন খবরটি

বিশ্ব উষ্ণায়নের সরাসরি প্রভাব এবার গ্রীষ্মে বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। দিল্লি, রাজস্থানের কিছু অংশে এবার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবারের মত গরম সেভাবে আগে অনুভব করা যায়নি। ইউরোপের বেশ কিছু শীতপ্রধান দেশেও এবার রেকর্ড গরম পড়ে। লন্ডন, মিলানের মত জায়গাতেও মানুষ গরমে কাবু হয়ে যায়। বিশ্ব উষ্ণায়নের ফলেই এসব হচ্ছে বলে দাবি।