Heatwave In Pakistan: তীব্র গরম, তাপপ্রবাহে পুড়ছে পাকিস্তান, ৬ দিনে মৃত্যু ৫৬৮ জনের

স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের কথায়, প্রতিদিন তাঁরা করাচির মর্গে ৩০ থেকে ৪০ জনের শব নিয়ে যেতেন। সেই সংখ্যা বর্তমানে বেড়ে গিয়েছে। করাচির মর্গে প্রতিদিন যে হারে মৃতদেহ নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্স চালকরা, তা কার্যত বহু বলেই জানা যাচ্ছে।

Severe Heatwave (Photo Credit: Pixabay)

তীব্র গরম এবং তাপপ্রবাহে (Heatwave)  পুড়ছে পাকিস্তান (Pakistan)। করাচি-সহ পাকিস্তানের একাধিক শহরে হু হু করে তাপমাত্রা বাড়ছে। সেই সঙ্গে বইছে তাপপ্রবাহ। রিপোর্টে প্রকাশ, চলতি বছর পাকিস্তানে যে তাপপ্রবাহ চলছে, তার জেরে এখনও পর্যন্ত ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। গত ৬ দিনে পাকিস্তানে যে তাপপ্রবাহশুরু হয়, তার জেরেই ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয় বলে খবর। স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের কথায়, প্রতিদিন তাঁরা করাচির মর্গে ৩০ থেকে ৪০ জনের শব নিয়ে যেতেন। সেই সংখ্যা বর্তমানে বেড়ে গিয়েছে। করাচির মর্গে প্রতিদিন যে হারে মৃতদেহ নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্স  চালকরা, তা কার্যত বহু বলেই জানা যাচ্ছে।

গত ৬ দিনে ৫৬৮ জনের মৃতদেহ করাচির শবঘরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান অ্যাম্বুলেন্স চালকরা। যার মধ্যে গত মঙ্গলবার ১৪১ জনের মৃতদেহ করাচি শবঘরে নিয়ে যাওয়া হয়। এই ১৪১ জনের মৃত্যু হয় প্রচণ্ড তাপপ্রবাহের জেরে। প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহের জেরে পাকিস্তানে যে হু হু করে মৃত্যুর সংখ্যা বাড়ছে, তা স্পষ্ট।



@endif