Hamas 'Brutal Terror Attacks’ On Israel: ইজরায়েলে হামাসের নৃশংস হামলার সমালোচনা ট্রুডোর, কানাডা দেখল 'উল্লাস', ভিডিয়ো

ইজরায়েলে নৃশংস হামলার পর কানাডার টরেন্টোর রাস্তায় নেমে পড়ে হামাস সমর্থকরা। গাড়িতে উঠে হামাসের পতাকা নিয়ে উদযাপন করতে দেখা যায় বেশ কিছু মানুষকে।

Trudeau Talks For Peace, Hamas Celebrates Barbaric Attack In Israel (Photo Credit: Instagram)

ইজরায়েলে যখন হামাস নৃশংস জঙ্গি হামলা শুরু করেছে, তার তীব্র সমালোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গাজার জঙ্গি সংগঠন হামাসের হামলা নিয়ে ট্রুডো যখন কটাক্ষ করেন, সেই সময় টরেন্টোর রাস্তায় দেখা গেল অন্য ছবি।  ইজরায়েলে নৃশংস হামলার পর কানাডার টরেন্টোর রাস্তায় নেমে পড়ে হামাস সমর্থকরা। গাড়িতে উঠে হামাসের পতাকা নিয়ে  উদযাপন করতে দেখা যায় বেশ কিছু মানুষকে। ইজরায়েলে হামাসের হামলার পর যখন প্রায় ৭০০-র বেশি মানুষের মৃত্যু হয়, সেই সময় টরেন্টোয় রাস্তায় সেই ঘটনার উদযাপন করে বেশ কিছু মানুষ। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জোর জল্পনা শুরু হয়ে যায়।

 

প্রসঙ্গত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা করে ভারত। কানাডা ক্রমাগত জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বলে মন্তব্য করা হয় দিল্লির তরফে। এবার কানাডার বিরুদ্ধে ভারতের সেই অভিযোগের পর তেমনই ছবি দেখা গেল টরেন্টোয়। যেখানে ইজরায়েলে হামাসের নৃশংস হামলার পর সংশ্লিষ্ট সংগঠনের সমর্থকরা কানাডার রাস্তায় উল্লাসে মেতে ওঠে।