Germany Floods: জার্মানির ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৮০ জনের, নিখোঁজ প্রায় ১০০০
জার্মানির রাইনেল্যান্ড-পালাটিনেট ও নর্থ রাইনে-ওয়েস্টফালিয়ায় প্রবল বৃষ্টিপাতে বন্যার কবলে প্রাণ গেল ৮০ জনের। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু রাইনেল্যান্ড-পালাটিনেটে মৃতের সংখ্যাই ৫০। রাইনেল্যান্ড-পালাটিনেট এলাকার পুলিশের মুখপাত্র জানিয়েছেন,"মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।"
বার্লিন, ১৬ জুলাই: জার্মানির (Germany) রাইনেল্যান্ড-পালাটিনেট (Rhineland-Palatinate) ও নর্থ রাইনে-ওয়েস্টফালিয়ায় (North Rhine-Westphalia) প্রবল বৃষ্টিপাতে বন্যার কবলে প্রাণ গেল ৮০ জনের। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু রাইনেল্যান্ড-পালাটিনেটে মৃতের সংখ্যাই ৫০। রাইনেল্যান্ড-পালাটিনেট এলাকার পুলিশের মুখপাত্র জানিয়েছেন,"মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।"
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছিল নর্থ রাইনে-ওয়েস্টফালিয়ায় ৩০ জন বন্যায় প্রাণ হারিয়েছেন। নর্থ রাইনে-ওয়েস্টফালিয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে জলস্তর এতই বেড়ে যায় যে কয়েক'শ কিমি অঞ্চল জলের তলায় ডুবে যায়। স্থানীয় ঘরবাড়ি ভেঙে জলের তোরে ভেসে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। প্রায় ২৩টি জেলা ভয়ঙ্কর বন্যায় ডুবেছে। প্রায় এক হাজার জন এখনও নিখোঁজ বলে জানা যাচ্ছে। আরও পড়ুন, সাংবাদিকরা বুলেটপ্রুফ জ্যাকেট পরুন, দানিশের মৃত্যুতে বললেন তসলিমা
প্রশাসনের তরফে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনী নামিয়ে চলছে উদ্ধারকাজ। বন্যায় কবলিত এলাকায় গিয়ে দুর্গতদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। তাদেরও আশঙ্কা, ভয়াবহ বন্যার কবলে পড়ে আরও বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
দিনকয়েক ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে জার্মানির এই অঞ্চলগুলিতে। মেঘভাঙা বৃষ্টির কারণেই এই পরিস্থিতি বলে জানা যাচ্ছে।