George Clooney Praises Joe Biden: রাষ্ট্রপতি নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করেছেন অভিনেতা জর্জ ক্লুনি

চলতি বছরে মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন। আর এবারের নির্বাচন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

চলতি বছরে মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন। আর এবারের নির্বাচন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তাঁর জায়গায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন বলে জানা গিয়েছে। তবে বাইডেনের সরে যাওয়া এবং সেই জায়গায় হ্যারিসকে যোগ্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া নিয়ে মাসখানেক ধরেই বিতর্ক চলছে। এমনকী প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাাও হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মেনে নিতে পারছিলেন না। যা নিয়ে বিতর্কও হয়েছিল। পরে অবশ্য তিনি এবং মিচেল ওবামা পূর্ণ সমর্থন দেখিয়েছিল। অন্যদিকে ডেমোক্র্যাটদের অর্থ সংগ্রাহক তথা হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও (George Clooney) বাইডেনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। যদিও একটা সময় তিনিই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনা করেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, এবারের নির্বাচনে যদি বাইডেন দাঁড়ায় তাহলে ডেমোক্র্যাটিক পার্টির জেতা অসম্ভব। কারণ তাঁর বয়স হয়ে গিয়েছে।

সম্প্রতি ক্লুনি বলেছেন, জো বাইডেন একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। উনি একজন নিঃস্বার্থ ব্যক্তি। একজন ক্ষমতাশালী ব্যক্তি এভাবে এতটা নিঃস্বার্থ হতে পারবেন সেটা আগে বুঝতে পারিনি। জর্জ ওয়াশিংটনের পর জো বাইডেন একজন নিঃস্বার্থ ব্যক্তি। আশা রাখছি উনি আগামী জীবনে আরও বিশ্ময়কর কিছু করবেন। তাঁর নেতৃত্বে আমেরিকা অনেক উন্নতি করেছে, এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। ওনার সিদ্ধান্তকে আমরা সকলেই থুব সাদরে গ্রহণ করেছি। যদিও এই অনুষ্ঠানে কমলা হ্যারিসকে নিয়ে একটা কথাও বলেননি জর্জ ক্লুনি।

কমলাকে নির্বাচনের পদপ্রার্থী করার পর থেকেই অনেকে এই নিয়ে নীরব থেকেছেন। ক্লুনিরও বাইডেনের এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি ছিল, তা কিন্তু গোপনসূত্রেই জানা গিয়েছিল। আর কয়েকদিন বাদেই আমেরিকায় নির্বাচন, তখন জানা যাবে ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস কাকে বেশি ভরসা করেছে আমেরিকারনবাসী।



@endif