IPL Auction 2025 Live

Gandhi Peace Prize 2020: বঙ্গবন্ধুকে গান্ধি শান্তি পুরস্কার বাংলাদেশ-ভারত নিবিড় সম্পর্কের জন্য উপযুক্ত শ্রদ্ধাঞ্জলী: বাংলাদেশ সরকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Bangabandhu Sheikh Mujibur Rahman)মরণোত্তর গান্ধি শান্তি পুরস্কার (Gandhi Peace Prize 2020) দেওয়ার জন্য ভারত সরকারকে কৃতজ্ঞতা জানাল বাংলাদেশ সরকার (Bangladesh Govt)। তারা জানিয়েছে, এই পুরস্কার বাংলাদেশ-ভারতের নিবিড়তর সম্পর্কের জন্য একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি, যখন উভয় দেশ যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণজয়ন্তী, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। ঢাকা জানিয়েছে, এই পুরস্কার বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের।

Bangabandhu Sheikh Mujibur Rahman

ঢাকা, ২৩ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Bangabandhu Sheikh Mujibur Rahman)মরণোত্তর গান্ধি শান্তি পুরস্কার (Gandhi Peace Prize 2020) দেওয়ার জন্য ভারত সরকারকে কৃতজ্ঞতা জানাল বাংলাদেশ সরকার (Bangladesh Govt)। তারা জানিয়েছে, এই পুরস্কার বাংলাদেশ-ভারতের নিবিড়তর সম্পর্কের জন্য একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি, যখন উভয় দেশ যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণজয়ন্তী, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। ঢাকা জানিয়েছে, এই পুরস্কার বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের।

বঙ্গবন্ধুর প্রতি সম্মানজনক পুরস্কার প্রদানের জন্য ভারত সরকারের সিদ্ধান্তকে স্বীকার করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে বলেছে যে এটি বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের বিষয়। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বছরে সম্মানটি বিশেষ তাৎপর্যপূর্ণ যখন বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মাধ্যমে একটি উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পথে, যার ভিত্তি বঙ্গবন্ধু রেখেছিলেন। মানুষের স্বাধীনতা, অধিকার, আকাঙ্ক্ষা ও মুক্তি, অনাহার, দারিদ্র্য ও শোষণমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু দীর্ঘকালীন সংগ্রামের স্বীকৃতি হিসাবে এই পুরস্কারটি আসে। বাংলাদেশের মানুষ দুই মহান নেতা বাপু এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। যাঁদের মূল্যবোধ ও আদর্শ আজও নিপীড়ন, অবিচার ও বঞ্চনা থেকে মুক্ত হয়ে শান্তির বিশ্ব গড়ার জন্য আরও বেশি প্রাসঙ্গিক। আরও পড়ুন: US Mass Shooting: আমেরিকায় বন্দুক বাজের হামলায় মৃত ১০

১৯৯৫ সাল থেকে গান্ধি শান্তি পুরস্কার প্রদান করছে ভারত সরকার। মহাত্মা গান্ধির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে। আন্তর্জাতিক গান্ধি শান্তি পুরস্কারের জুরি বোর্ডে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী। প্রত্যেক পুরস্কারজয়ী ১ কোটি টাকা করে পান। সঙ্গে পান স্মারক, শংসাপত্র এবং একটি ঐতিহ্যশালী হ্যান্ডলুম আইটেম।