Vladimir Putin: গ্রেফতার হতে পারেন পুতিন? G20 সম্মেলনে ভারতে আসছেন না রুশ প্রেসিডেন্ট

জোহানেসবার্গে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে পুতিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজির হন। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লভরভের জায়গায় ব্রিকসে হাজিরা দিতে হয় পুতিনকে। এ ক্ষেত্রেও জোহানেসবার্গে পুতিন স্বশরীরে হাজির হতে পারেননি। ব্রিকসের পর জি ২০-তেও এবার পুতিনের স্বশরীরে হাজিরা নিয়ে শুরু হয়েছে টালমাটাল।

Vladimir Putin (Photo Credit: Twitter)

 মস্কো, ২৫ অগাস্ট: ভারতে যে G20 সম্মেলন হবে, সেখানে হাজিরার কোনও সম্ভাবনা নেই ভ্লাদিমির পুতিনের। অর্থাৎ জি ২০ সম্মেলনে হাজিরা দিতে রুশ প্রেসিডেন্ট ভারতে আসছেন না। শুক্রবার ক্রেমলিনের তরফে এমনই জানানো হয়। রিপোর্টে প্রকাশ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তরফে পুতিনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। ফলে রাশিয়া থেকে বেরিয়ে পুতিন অন্য কোনও দেশে গেলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই এই মুহূর্তে রুশ প্রেসিডেন্ট দেশ ছেড়ে বিদেশ ভ্রমণে যাবেন না কোনওভাবে। ইউক্রেনকে ক্রমাগত আক্রমণের জেরে রাশিয়াকে 'যুদ্ধ অপরাধী' বলে দাগিয়ে দেওয়া হয় আমেরিকা-সহ ইউরোপীয় দেশগুলির তরফে। তার জেরেই আন্তর্জাতিক আদালতে পুতিনের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। সেই মামলার প্রেক্ষিতেই রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। যার জেরে গ্রেফতারির আশঙ্কায় পুতিন এই মুহূর্তে দেশ ছেড়ে কোথাও যাবেন না বলেই ইঙ্গিত মিলছে। যদিও পুতিনের গ্রেফতারির আশঙ্কার কথা কার্যত উড়িয়ে দেওয়া হয় রাশিয়ার তরফে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জি ২০-তে পুতিনের যোগদানের বিষয়টি পরবর্তীকালে ভেবে দেখা হবে।

প্রসঙ্গত জোহানেসবার্গে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে পুতিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজির হন। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লভরভের জায়গায় ব্রিকসে হাজিরা দিতে হয় পুতিনকে। এ ক্ষেত্রেও জোহানেসবার্গে পুতিন স্বশরীরে হাজির হতে পারেননি। ব্রিকসের পর জি ২০-তেও এবার পুতিনের স্বশরীরে হাজিরা নিয়ে শুরু হয়েছে টালমাটাল।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে জি ২০ সম্মেলন হওয়ার কথা। সেই উপলক্ষ্যেই দিল্লিতে হাজিরার কথা ছিল রুশ প্রেসিডেন্টের। কিন্তু এবার জি ২০-তে পুতিনের হাজিরা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিল রাশিয়া।



@endif