Donald Trump: ফেরাচ্ছেন না নথি, সমুদ্রের পাশে ডোনাল্ড ট্রাম্পের রাজপ্রাসাদে হানা দিল FBI

ট্রাম্প যে ১৫টি বক্স নিজের সঙ্গে নিয়ে হোয়াইট হাউস ছাড়েন, তার মধ্যেই রয়েছে গুরুত্বপূর্ণ নথি। ট্রাম্প যাতে তা ফেরৎ দেন, সেই আবেদন বার বার করেও সুরাহা হয়নি।

Donald Trump shares video message on his hospitalisation | (Photo Credits: Twitter/@realdonaldtrump)

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (Former US President) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বাড়িতে ঢুকে পড়েছে এফবিআই। ফ্লোরিডায় ট্রাম্পের পাম বিচের বাড়িতে তল্লাশি শুরু করেছেন মার্কিন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ট্রাম্পের এই দাবি প্রকাশ্যে আসতেই মুখ খোলা হয় এফবিআইয়ের তরফে। তদন্তকারী সংস্থার কথায়, ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউস ছেড়েন, সেই সময় তিনি তাঁর সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁর সঙ্গে নেন। আমেরিকার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হতেই ট্রাম্প হোয়াইয় হাউস থেকে গুরুত্বপূর্ণ নথি নিজের সঙ্গে নিয়ে পাম বিচের বাড়িতে হাজির হন। সেই সব নথি কোথায় রয়েছে, তার খোঁজেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে এফবিআই পৌঁছেছে বলে খবর।

জানা যাচ্ছে, ট্রাম্প যে ১৫টি বক্স নিজের সঙ্গে নিয়ে হোয়াইট হাউস ছাড়েন, তার মধ্যেই রয়েছে গুরুত্বপূর্ণ নথি। ট্রাম্প যাতে তা ফেরৎ দেন, সেই আবেদন বার বার করেও সুরাহা হয়নি। সেই কারণেই এবার এফবিআই আধিকারিকরা ট্রাম্পের বাড়িতে পৌঁছে গিয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন: China: জার্মানি, ফিলিপিন্স, ইউক্রেনের পর মায়ানমারের রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু চিনে

যদিও ডোনাল্ড ট্রাম্পের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। (ছবি সংগৃহীত)