Imran Khan: প্রকাশ্যে গুলি, আহত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

ইমরান খানকে লক্ষ্য করে যে গুলি চালায়, তাকে পাকড়াও করা হয়েছে বলে খবর। ইমরান খানের সঙ্গে তাঁর এক সঙ্গী ফইজল জাভেদও প্রকাশ্য রাস্তায় গুলি লেগে আহত হন বলে খবর।

Imran Khan (Photo Credit: File Photo)

ইসলামাবাদ, ৩ নভেম্বর: মিছিলে আহত পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন লং মার্চ করছিলেন, সেই সময় আচমকাই তাঁকে উদ্দেশ্য করে গুলি চালানো হয় বলে খবর। রাস্তার উপর প্রকাশ্যে গুলি চালানোয় আহত হন ইমরান খান। গুলি লাগার পরপরই ইমরান খানের অগণিত অনুরাগীর মধ্যে চাঞ্চল্য ছড়ায়।  ইমরান যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, গোটা পাকিস্তানের মানুষ সেই প্রার্থনা করছেন বলে জানান তাঁর ভক্তরা।

ইমরান খানকে (Imran Khan) লক্ষ্য করে যে গুলি চালায়, তাকে পাকড়াও করা হয়েছে বলে খবর। ইমরান খানের সঙ্গে তাঁর এক সঙ্গী ফইজল জাভেদও প্রকাশ্য রাস্তায় গুলি লেগে আহত হন বলে খবর। পাকিস্তানের জাফারালি খান চকে ওই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ওই ঘটনার পর ইমরান খানকে ট্রাকের পরিবর্তে বুলেট প্রুফ গাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্য রাস্তা দিয়ে হুড খোলা গাড়িতে মিছিল করাতেই ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে মনে করছে বিভিন্ন মহল।

 

ফলে গুলি লাগার পরপরই ইমরান খানকে বুলেট প্রুফ গাড়িতে নিয়ে যাওয়া হয়।



@endif