Pakistan Fears Another Surgical Strike By India: 'সার্জিকাল স্ট্রাইক আবার চালাতে পারে ভারত', পুঞ্চে হামলার পর ভয়ে কাঁপছে পাকিস্তান
সম্প্রতি আব্দুল বাসিতের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, পুঞ্চে জঙ্গি হামলার পর ভারত ফের সার্জিকাল হামলা চালাতে পারে বলে পাকিস্তানের সাধারণ মানুষের একাংশ আশঙ্কা করছেন।
দিল্লি, ২৬ এপ্রিল: পুঞ্চে (Poonch) জঙ্গি হামলার পর ভারত ফের সার্জিকাল হামলা( Surgical Strike) চালাতে পারে। পুঞ্চে হামলার পর ভারত যে কোনও সময় ফের নতুন করে পাকিস্তানের উপর সার্জিকাল হামলা চালাতে পারে। এবার এভাবেই আশঙ্কা ব্যক্ত করলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত আব্দুল বাসিত। পুঞ্চে জঙ্গি হামলার পর ভারত (India) নিয়ে যেভাবে আশঙ্কা প্রকাশ করেন আব্দুল বাসিত, তা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি আব্দুল বাসিতের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, পুঞ্চে জঙ্গি হামলার পর ভারত ফের সার্জিকাল হামলা চালাতে পারে বলে পাকিস্তানের (Pakistan) সাধারণ মানুষের একাংশ আশঙ্কা করছেন। তবে চলতি বছর জি ২০ সামিট, এসসিও সামিট রয়েছে ভারতে। তাই চলতি বছর পাকিস্তানে ভারত কোনও সার্জিকাল হামলা চালাবে না। তবে আগামী বছর ভারতে নির্বাচন। তাই নির্বাচনের আগে ভারত ফের পাকিস্তানে সার্জিকাল হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আব্দুল বাসিত।
সম্প্রতি পুঞ্চে সেনা বাহিনীর একটি গাড়িতে জঙ্গি হামলা চালানো হয়। পুঞ্চে সেনা বাহিনীর ওই গাড়িতে হামলার জেরে পরপর ৭ জওয়ানের মৃত্যু হয়। ওই ঘটনার তদন্ত করছে এনআইএ। পুঞ্চে হামলার পর এবার ভারতের সার্জিকাল স্ট্রাইক নিয়ে আশঙ্কার কথা শোনা গেল পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূতের গলায়।